ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশ সংস্করণ যেমন যেমন আগে এগোচ্ছে ততই এই প্রতিযোগিতা বড়ই মজাদার হয়ে উঠছে। আইপিএলের এই মরশুমে প্লে অফের দৌড় বড়ই রোমাঞ্চকর হয়ে উঠছে। আইপিএলের চলতি মরশুমের ৫৫টি ম্যাচের পর আজ মুম্বাই ইন্ডিয়ান্সের দিল্লির কাছে হারের পরই তাদের চলতি আইপিএলের সফর শেষ হয়ে গিয়েছে এবং প্লে অফের লড়াই আরই রোমাঞ্চকর বানিয়ে দিয়েছে।
প্লে অফের দৌড় বড়ই রোমাঞ্চকর
চলতি আইপিএলে প্লে অফের দৌড় বড়ই রোমাঞ্চকর থেকেছে। আইপিএলের ৫২টি ম্যাচের পরই কেবল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসই বিনা কোনও মুশকিলে প্লে অফে জায়গা পেয়েছিল। এছাড়াও তৃতীয় এবং চতুর্থ স্থানের জন্য পাঁচটি দলের মধ্যে লড়াই জারি ছিল।
কলকাতা নাইট রাইডার্স তৃতীয় স্থান সুনিশ্চিত করেছে
গতকাল শনিবার রাজস্থান রয়্যালস আরসিবিকে হারিয়ে এই প্রতিযোগিতা থেকে বাইরে করে দেওয়ার পাশাপাশি আইপিএলে নিজেদের আশা জীবিত রেখেছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে কলকাতা নাইট রাইডার্স তাদেরই ঘরের মাঠে পাঁচ উইকেটে হারিয়ে দিয়ে প্লে অফে নিজেদের স্থান সুনিশ্চিত করে ফেলেছে।
সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম এবং চেন্নাই সুপার কিংস দ্বিতীয় স্থানে
এই মুহুর্তে পয়েন্ট টেবিলে এক নম্বরে জায়গায় রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ১৪টি ম্যাচে ৯টি জিতে ১৮ পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রানরেট + ০.২৮৪। অন্যদিকে চেন্নাই সুপার কিংস ১৩টি ম্যাচে ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যাদের নেট রানরেট হল + ০.২২০। সেই সঙ্গে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা ১৪টি ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে নিজেদের জায়গা সুনিশ্চিত করে ফেলছে। কলকাতার নেট রানরেট হল -০.২২০।

এই মুহুর্তে পয়েন্ট টেবিল