মিতালী রাজের বায়োপিকে অভিনয় করতে ইচ্ছুক পিঙ্ক মুভির তারকা তাপসী পান্নু 1

ভারতীয় ক্রিকেট দলের পুরুষদের অনেকের জীবনী নিয়েই সিনেমা তৈরি হলেও এখন পর্যন্ত কোনো নারী ক্রিকেটারের জীবনী নিয়ে সিনেমা তৈরি হয় নি। তবে এবার ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের জীবনী সিনেমা তৈরি হতে চলেছে। আর এই সিনেমায় মিতালী রাজের চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক বলিউডের তারকা অভিনেত্রী তাপসী পান্নু।

মিতালী রাজের বায়োপিকে অভিনয় করতে ইচ্ছুক পিঙ্ক মুভির তারকা তাপসী পান্নু 2

‘পিঙ্ক’ তারকা খ্যাঁত অভিনেত্রী যিনি আগামী ১লা আগষ্ট ৩১ বছর বয়সে পা দিতে চলেছেন, নিজের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়কের চরিত্রে সিনেমায় অভিনয় করার ব্যাপারে।

এই সিনেমা তৈরি করার দায়িত্ব যারা আছেন তারাও তাপসীকে নেয়ার ব্যাপারেই আগ্রহী বলে গুঞ্জন শোনা যাচ্ছে। নিজের সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখন পর্যন্ত ভালোই সুনাম অর্জন করেছেন তাপসী।

এ ব্যাপারে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী জানান, সব কিছু এখনো চূড়ান্ত না হলেও তিনি খুবই আগ্রহী কাজ করার ব্যাপারে। তিনি বলেন, “সিনেমার স্ক্রিপ্টের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নি তাই এ ব্যাপারে কথা বলার সময় আসেনি। এই মুহুর্তে, তারা বিভিন্ন প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছ এবং স্ক্রিপ্ট লেখার কাজও এখনো সম্পূর্ণ হয় নি। আমি অত্যন্ত আনন্দিত হব। আমি সত্যিই চাচ্ছি খেলাধুলা সংক্রান্ত একটি বায়োপিকে কাজ করতে।”

মিতালী রাজের বায়োপিকে অভিনয় করতে ইচ্ছুক পিঙ্ক মুভির তারকা তাপসী পান্নু 3

এদিকে, তাপসীর ‘সুরমা’ নামক সাম্প্রতিক সিনেমাটিও ছিল খেলাধুলা ভিত্তিক একটি সিনেমা। ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় সন্দ্বীপ সিংয়ের জীবনী  নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। নারী খেলোয়াড়দের জীবনী ভিত্তিক সিনেমার দিকে বিবেচনা করলে, এর আগে ভারতের হয়ে অলিম্পিক জেতা নারী খেলোয়াড়ের জীবনী নিয়ে ২০১৪ সালে তৈরি হওয়া ‘মেরি কম’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

মিতালী রাজের বায়োপিকে অভিনয় করতে ইচ্ছুক পিঙ্ক মুভির তারকা তাপসী পান্নু 4

মিতালী নারী ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি ওয়ানডে ফরমেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এবং প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৭ ইনিংসে অর্ধশতক হাঁকিয়েছেন। তিনি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি দুই বার ভারতকে আইসিসি ওয়ার্ল্ডকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন।

বায়োপিক তৈরির কাজের অগ্রগতিতে মিতালী রাজ সন্তুষ্ট। ভারতের হয়ে ১০ টেস্ট, ১৯৪ ওয়ানডে এবং ৭৭ টি-২০ ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। মিতালী বলেন, “আমি অত্যন্ত খুশি ভাইকম১৮ মোশন পিকচার এর সাথে এ ব্যাপারে সংযুক্ত হয়ে। আশা করবো এই মুভির মাধ্যমে জনসাধারণ, বিশেষ করে তরুনীরা খেলাধুলায় নিজেদের ক্যারিয়ার গড়ার ব্যাপারে অনুপ্রাণিত হবে।।”

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *