পিঙ্ক - বল টেস্টের পরিপ্রেক্ষিতে স্পিনারদের প্রসঙ্গে মন্তব্য করলেন হরভজন সিং 1

আগামী শুক্রবার অর্থাৎ ২২ শে নভেম্বর প্রথম বারের মতো ইডেনে ডে – নাইট টেস্ট খেলতে নামছে ভারত – বাংলাদেশ।ম‍্যাচ গড়ানোর সাথে সাথে কিভাবে নিজের রুপ বদলায় ” পিঙ্কবল ” এখন সেইটাই দেখার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাজ্জি জানিয়েছিলেন, পিঙ্কবলে সিম ধরতে খানিকটা সমস্যা আছে ,তাই ম‍্যাচে খানিকটা সাহায্য পাবে রিস্ট স্পিনার।শুধুমাত্র তাই নয়, ভবিষ্যৎ – এ যদি আরও বেশি পরিমাণে ডে -নাইট খেলতে হয়, তাহলে স্পিনারদের দিকে বেশি নজর দেওয়া উচিত।

পিঙ্ক - বল টেস্টের পরিপ্রেক্ষিতে স্পিনারদের প্রসঙ্গে মন্তব্য করলেন হরভজন সিং 2

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশ নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও ভাজ্জি জানিয়েছেন স্পিনারদের আগে ভারতীয় পেসারদের সামলানো আরও কঠিন কাজ হবে বাংলাদেশের ব‍্যাটসম‍্যানদের , এমনটাই মনে করেন তিনি।

” এবিষয়ে (দল ) আমি কিছু বলতে চাই না , কারণ তা সম্পূর্ন ম‍্যানেজমেন্টের বিষয়ে।তবে সিমার অনুকূল পিচে বাংলাদেশী ব‍্যাটসম‍্যানদের প্রথমে খেলতে হবে পেসারদের, স্পিনারদের ভুমিকা গ্রহণ করার আগে।

প্রসঙ্গত, অফ – স্পিনার রবি অশ্বিন এবং বা – হাতি স্পিনার জাদেজা ছাড়া দলে আছে চায়না- ম‍্যান কুলদীপ যাদব।

পিঙ্ক - বল টেস্টের পরিপ্রেক্ষিতে স্পিনারদের প্রসঙ্গে মন্তব্য করলেন হরভজন সিং 3

২০১৬ – ১৭ এর দীলিপ ট্রফি, যা ছিলো ডে – নাইট খেলা পিঙ্কবলের প্রথম শ্রেণীর ম‍্যাচ।টুর্নামেন্টে দারুন সাফলতা পেয়েছিলো কুলদীপ যাদব। ১৭ টি উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি।সাক্ষাৎকারে কুলদীপের বিষয়টি তুলে ধ‍রেছিলেন তিনি।

প্রসঙ্গত, উপর উল্লেখিত টুর্নামেন্টের ফাইনালে দশ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।বরাবর রিস্ট স্পিনাররা লাভবান হয় কেনো ফিঙ্গার স্পিনারের তুলনায়।

হরভজন জানিয়েছেন , এসময় মুথাইয়া মুরলীধরন খেললে পিঙ্কবলে দারুন সাফলতা পেতো।প্রসঙ্গত, বর্তমানে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী মুরলী।

পিঙ্ক - বল টেস্টের পরিপ্রেক্ষিতে স্পিনারদের প্রসঙ্গে মন্তব্য করলেন হরভজন সিং 4

দেশের হয়ে ১০৩ টি টেস্ট ম‍্যাচে মুরলী নিয়েছিলেন ৪১৭ উইকেট।ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি‌।দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০১৫ সালে আগষ্ট মাসে, অন‍্যদিকে ২০১৬ সালের মার্চ মাসে খেলেন শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম‍্যাচ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *