পরিণীতিকে ছেড়ে এবার আরেক সুন্দরীর সঙ্গে ফ্লার্ট করা শুরু করেছেন হার্দিক 1

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে গরমাগরম খবর হার্দিক পান্ডিয়া। ক্রিকেট মাঠ হোক কিংবা সোশাল নেটওয়ার্কিং সাইড, সব জায়গাতেই বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর টিম ইন্ডিয়ার এই তরুণ তুর্কী ছক্কা মেরে চলেছেন। গত রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ৮৩ রানের এক বিস্ফোরক ইনিংস খেলে ওয়ান-ডে ক্রিকেটেও নিজের আধিপত্য়ের ঘোষণা করে দিয়েছেন হার্দিক। বরোদার এই অলরাউন্ডারের ব্য়াটের তাণ্ডব দেখার জন্য় টিভির পর্দায় ক্রিকেটপ্রেমীরা চোখ দিয়ে বসে থাকেন। ৮৭ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ষষ্ঠ উইকেটের জুটিতে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন হার্দিক। হার্দিকের ওই ৮৩ রান ভারতকে ২৮১ রানে পৌঁছতে সাহায্য় করে। ম্য়াচ নির্ণায়ক ভূমিকা নিয়েছে।

অস্ট্রেলিয়ান তরুণ স্পিনার অ্য়াডাম জাম্পাকে ঠ্য়াঙিয়ে একেবারে ঠান্ডা করে ছাড়তে গিয়ে নিজের উইকেটটা দিয়ে না বসলে, নিশ্চিত সেঞ্চুরি লেখা ছিল হার্দিকের নামের পাশে। শতরান না পেলেও হার্দিকে মজেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ট্য়ুইটারে বিরাটের এই গুরুত্বপূর্ণ টিম মেম্বারকে নিয়ে দারুন হৈচৈ চলছে। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সেলিব্রিটিরাও এখন হার্দিক নিয়ে প্রেমোষ্ণ মেসেজে ভরিয়ে দিচ্ছেন। কথাটা শুনেই বোঝা যাচ্ছে, প্রেম মাখানো মেসেজ কারা করছেন! দিনদিন হার্দিকের মহিলা ফ্য়ানের সংখ্য়া বেড়েই চলেছে। শ্রীলঙ্কায় সফরের সময় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে প্রকাশ্য়ে ফ্লার্টিং শুরু করেছিলেন হার্দিক। সে নিয়ে বেশ শোরগোল পড়েছিল।

বলা হচ্ছে, ২০১৯ বিশ্বকাপে ভারতের হয়ে বড় ভূমিকা নিতে চলেছেন হার্দিক। তাঁর ব্য়াপারটা স্পেশাল। কারণ, ভারত বেশ কয়েকজন স্পিনিং অলরাউন্ডারের জন্ম দিলেও, পেস বোলিং অলরাউন্ডার ভারতীয় দলে এই প্রথম। বহুদিনের সেই অভাবটা হার্দিক মিটিয়ে দিয়েছেন। অধিনায়ক তাঁকে তৈরি হওয়ার জন্য় আরও সুযোগ দিতে চান। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে বিস্ফোরক হয়ে উঠলেও বিপজ্জনক ভূমিকাটা নিতে পারেননি। কিন্তু, অধিনায়কের আস্থার প্রতি সুবিচার করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ প্রথম ম্য়াচেই জানান দিয়েছেন বরোদার এই ক্রিকেটার। অজি স্পিনার অ্য়াডাম জাম্পার বলে আউট হওয়ার আগে তাঁকে যেভাবে তুলোধোনা করে ছেড়েছেন চিপকে, তাতে বোঝাই যাচ্ছে, সিরিজে আরও চমক অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য়।

হার্দিককে একের পর এক ছয় মারতে দেখে, তাঁর প্রেমে পড়ে গিয়েছেন জনপ্রিয় এক মহিলা ব্য়ক্তিত্ব। তিনি আর কেউ নন সেলিব্রিটি ভিডিও জকি এবং ঘোষিকা শিবানী ডান্ডেকর। রবিরার শিবানী হার্দিকের ইনিংস দেখার পর ট্য়ুইট করেন, হার্দিক তুমি গ্য়াংস্টা। ওই ট্য়ুইট দেখার পর হার্দিক তার রিপ্লাই দেন, হাহা…ধন্য়বাদ শি। পরিণীতি সঙ্গে খুল্লমখুল্লা ফ্লার্টিং করার পর সোশ্য়াল মিডিয়াতে অনেকের কাছে উপদেশ শোনার পর এবার একটু সংযত হয়ে ফ্লার্টিং করেছেন হার্দিক। তবে, শিবানী জবাব পাওয়ার পর মোটেই সংযত থাকতে পারেননি। তিনি হার্দিকের উদ্দেশে লিখে বসেন, মুয়াহহহ (চুমু দেওয়ার শব্দ কথার প্রকাশ করেছেন শিবানী), তুনি বিস্ট মোডে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *