বিসিসিআইয়ের কাছে পাকিস্থান ক্রিকেট চাইল ৫০০ কোটি টাকা, জেনে নিন কারণকি?
Fans of Pakistan's cricket team (L) and India's (R) cheer in the stands before Pakistan's Cricket World Cup match against India in Adelaide, February 15, 2015. REUTERS/David Gray/Files

পাকিস্থান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের কাছ থেকে ৫০০ কোটি টাকা ক্ষতিপুরণের দাবি জানিয়েছে। প্রসঙ্গত যে পাকিস্থানের ক্রিকেট বোর্ডের বক্তব্য বিসিসিআইয়ের সঙ্গে ২০১৪ সালে চুক্তিপত্রে সই করা হয়ছিল, যার ফলে ছটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তি হয়েছিল। যার মধ্যে খোদ পাকিস্থানের মাটিতে ঘরোয়া সিরিজও শামিল ছিল।
ভারত খালি আইসিসি আর অন্য মাল্টিনেশন টুর্নামেন্টে পাকিস্থানের সঙ্গে খেলে
বিসিসিআইয়ের কাছে পাকিস্থান ক্রিকেট চাইল ৫০০ কোটি টাকা, জেনে নিন কারণকি? 1
জানিয়ে দিই, ভারতীয় ক্রিকেট দল ২০০৮ থেকে এখনও পর্যন্ত পাকিস্থানের সঙ্গে তাদের ঘরের মাটিতে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ভারত কেবল আইসিসি আর অন্য মাল্টিনেশন টুর্নামেন্টে পাকিস্থানের সঙ্গে খেলে। বিসিসিআই দলকে না পাঠানোয় পাকিস্থান ক্রিকেট বোর্ডকে ভারি আর্থিক লোকসান ওঠাতে হয়।

পাকিস্থান ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে আইসিসির দরজায় কড়া নাড়ে

এখন পাকিস্থান ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে আইসিসির দরজার কড়া নেড়েছে আর তারা বিসিসিআইয়ের কাছ থেকে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। এই ব্যাপারে শুনানি সোমবার ১ অক্টোবর দুবাইতে হবে। এই মামলায় রাজীব শুক্লা জানিয়েছেন যে বিসিসিআইয়ের পিসিবির সঙ্গে ক্রিকেটে কোনও আপত্তি নেই, কিন্তু কিছু মামলা রয়েছে যা তাদের সরকারী স্তরে মেটাতে হবে।

‘বিসিসিআই আর পাকিস্থান ক্রিকেটকে নিজেরদের ব্যাপার স্বয়ং মেটানো উচিত’

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজীব শুক্লা জানিয়েছেন, “ যতদূর আমার রায় তা হল বিসিসিআই আর পিসিবিকে নিজেদের ব্যাপার নিজেদেরই মেটানো উচিত নাকি তাদের আইসিসির কাছে যাওয়া উচিত। বিসিসিআই তো পাকিস্থানের সঙ্গে ক্রিকেট খেলতে চায়। কিন্তু কিছু বিষয় রয়েছে আর এই জন্য বিসিসিআইয়ের পাকিস্থানে গিয়ে ক্রিকেট খেলার জন্য সরকারের অনুমতি চাই”। রাজীব শুক্লা আগে বলেন, “ ভারত আন্তর্জাতিক স্তরে যে কোনও আইসিসি টুর্নামেন্ট বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে পাকিস্থানের বিরুদ্ধে খেলতে কখনও অস্বীকার করে নি। এই জন্য পাকিস্থান ক্রিকেট বোর্ডকে পয়সা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না”।

পাকিস্থানকে এক পয়সাও দেবে না ভারত

এই বিষয়ের উপর বিসিসিআইয়ের প্রাক্তণ অধ্যক্ষ অনুরাগ ঠাকুর বলেন, “ এটা পাকিস্থান আর ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষিক বিষয়, এর মধ্যে আইসিসি কি করছে? আইসিসি আমাদের খেলার জন্য বাধ্য করতে পারে না আর বিসিসিআইয়ের উপর কোনও চাপ আন্তর্জাতিক সংকটের কারণ হতে পারে। পাকিস্থানকে এক পয়সাও দেবে না ভারত। পাকিস্থান সন্ত্রাসবাদ শেশ করুক তারপর তাদের সঙ্গে ক্রিকেট খেলার ব্যাপারে ভাবা যেতে পারে”।
প্রসঙ্গত সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারত আর পাকিস্থানের মধ্যে দুটি ম্যাচ হয়। আর দুই ম্যাচেই পাকিস্থানকে হারের মুখে পড়তে হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *