চোয়ালে ব‍্যান্ডেজ নিয়েই খেললেন অজি ব‍্যাটসম‍্যান, তীব্র প্রশংসিত হলেন ক্রীড়া মহলে ! 1

এজবাস্টনে এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড – অস্ট্রেলিয়া। ম‍্যাচে শুরুতে ব‍্যাট করতে নেমে ঋতিমতো চাপে পড়ে গেছিলেন অস্ট্রেলিয়া। জোফ্রা আর্চারের দুরন্ত বোলিং এর কাছে এদিন কার্যত মাথা নোয়ালেন অস্ট্রেলিয়ার প্রথম সারির ব‍্যাটসম‍্যানেরা। প্রথম দশ ওভারে তিন উইকেট খুইয়ে ঋতিমতো চাপে পড়ে যায় অজি দল।

ম‍্যাচের আট নম্বর ওভারে যখন অস্ট্রেলিয়ার স্কোর ১৯/৩ । ঠিক তখন আর্চারের একটি বল সপাটে গিয়ে লাগে অজি উইকেট কিপার এ্যলেক্স ক‍্যারির হেলমেটে।বলের গতি ছিলো ৮৬ এম. পি এইচ !

চোয়ালে ব‍্যান্ডেজ নিয়েই খেললেন অজি ব‍্যাটসম‍্যান, তীব্র প্রশংসিত হলেন ক্রীড়া মহলে ! 2

বল লাগার সঙ্গে সঙ্গে হেলমেট টি খুলে ফেলেন ক‍্যারি।দেখা যায় চোয়াল কেটে ইতিমধ্যে রক্ত ঝড়া শুরু হয়েছে।বিষয়টি মনে করিয়ে দেয় ২০০৫ এর এ্যসেজ সিরিজের কথা ।সেই বার ইংল্যান্ড পেসার স্টিভ হার্মিসনের একটি ঝোড়ো বাউন্সার সজোরে গিয়ে লেগেছিলো রিকি পন্টিং এর হেলমেটে।পরবর্তী সময়ে দেখা যায় এরজন্য গুরুতর চোট সৃষ্টি হয়েছে পন্টিংয়ের।

আর্চারের করা বলটির গতি এতটাই ছিল যে ক‍্যারির হেলমেট ছিটকে হিট উইকেট হওয়ার সম্ভাবনা হয়ে উঠেছিল প্রবল।যদিও এমন কঠিন অবস্থা তেও নিজেকে সামলে নিয়েছিলেন তিনি।পরবর্তী সময়ে মাঠেই সেবা শুশ্রূষা করিয়ে ফের খেলতে উদ‍্যত হন এই ক্রিকেটার। এবং পরের ওভারেই বাউন্ডারি মারেন ক্রিস ওকসকে।পরবর্তী সময়ে তার এবং স্টিভ স্মিথের পার্টনার শিপের ওপর ভর করে শেষ অবধি ২০০ রানের গন্ডি পেরোয় অস্ট্রেলিয়া।

চোয়ালে ব‍্যান্ডেজ নিয়েই খেললেন অজি ব‍্যাটসম‍্যান, তীব্র প্রশংসিত হলেন ক্রীড়া মহলে ! 3

প্রসঙ্গত, এদিন বাউন্সারে ক‍্যারিকে আহত করার পরেও তার দিকে ফিরে দেখেননি আর্চার।বরন্চ ফিরে যান ফের বোলিং করার উদ্দেশ্যে । যদিও মর্গ‍্যান সহ দলের একাধিক ক্রিকেটাররা তাকে দেখতে এগিয়ে আসে।

ওল্ডট্রাফোর্ডে ভারতের বিপক্ষে১৮ রানে জয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড।আজ এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া – ইংল্যান্ড।দুই দল নিজের সেরাটা দিতে উদ‍্যত হয়ে উঠেছে লর্ডসের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *