শুধু মাত্র এই তিন ভারতীয় কে দেখা যাবে এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় 1

আইসিসি’র তরফে প্রকাশ‍্যে এলো এবারের বিশ্বকাপের ধারাভাষ্যকারের তালিকা।তালিকায় ভারতীয়ের সংখ্যা তিন জন।তারা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সন্জয় মান্জেরেকার এবং হর্ষ ভোগলে। প্রসঙ্গথ, হর্ষ এবং সন্জয় কে সদ‍্য শেষ হওয়া আইপিএলে ও ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে অন‍্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় এবছর দিল্লি ক‍্যাপিটালস দলের পরামর্শ দাতার ভূমিকায় ছিলেন।প্রসঙ্গত, এবছর লিগের তিন নম্বর স্থানে শেষ করে শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন এই দল।

শুধু মাত্র এই তিন ভারতীয় কে দেখা যাবে এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় 2

তালিকায় একমাত্র শ্রীলঙ্কান হিসেবে সুযোগ পেয়েছেন কুমার সাঙ্গাকারা।যিনি সম্প্রতি মের্লবোর্ন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।অন‍্যদিকে পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন ওয়াসিম আক্রম এবং রামিজ রাজা।এছাড়াও থাকছেন ব্রেন্ডন ম‍্যাককুলাম, গ্রেম স্মিথ, শন পোলকের মতো একাধিক প্রাক্তন ক্রিকেট তারকা।প্রসঙ্গত, এইবার প্রথম আইসিসি ‘ র ইভেন্টে ধারাভাষ্যের সুযোগ পেয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।তালিকায় আছেন মাত্র তিনজন মহিলা, তারা হলেন মেলানি জোনস, এলিসন মিচেল এবং ইশা গুহ।শুধু মাত্র এই তিন ভারতীয় কে দেখা যাবে এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় 3

 

আগামী ৩০ শে মে, কেনিংটন ওভালে ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকার ম‍্যাচের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপ।ভারতের প্রথম ম‍্যাচ, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে।বিপক্ষে দক্ষিন আফ্রিকা।অনেকের মতে এবছর বিশ্বকাপ সবচেয়ে উত্তেজনাময় হয়ে উঠতে চলেছে।১০ দেশ নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এক একটি দল প্রতিটি দলের সাথে খেলবে একটি করে ম‍্যাচ।এবং পয়েন্ট বিচারে প্রথম চারটি দল খেলবে সেমিফাইনাল।ঘরের মাঠে বিশ্বকাপ তাই স্বাভাবিক ভাবেই ” ফেবারিট ” ইংল্যান্ড।এছাড়াও সম্ভাব্য চ‍্যাম্পিয়ন হিসেবে দেখা হচ্ছে ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে।

শুধু মাত্র এই তিন ভারতীয় কে দেখা যাবে এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় 4

২০১৯ এর বিশ্বকাপের সম্পূর্ন ধারাভাষ্যকারের তালিকা :

সৌরভ গঙ্গোপাধ্যায়, হর্ষ ভোগলে, সন্জয় মান্জেরেকার, নাসির হুসেন,মাইকেল ক্লার্ক, ইয়ান বিশপ, মেলাইনি জোনস, কুমার সাঙ্গাকারা, মাইকেল আথার্টন, মেলানি জোনস, এলিসন মিচেল, ব্রেন্ডন ম‍্যাককুলাম, গ্রেম স্মিথ,ওয়াসিম আক্রম,শন পোলক, মাইকেল স্লাটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহা, পমি ব‍্যাংওয়া,সাইমন ডউল, ইয়ান স্মিথ, রামিজ রাজা, আথার আলী খান, ইয়ান ওয়ার্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *