কিংস ইলেভেন পাঞ্জাব আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএলের লীগ ম্যাচ হায়দ্রাবাদের রাজীবগান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্যাচের টস কিংস ইলেভেন পাঞ্জাব জেতে আ প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ একটি মজাদার ঘটনা সামনে এসেছে।
অশ্বিন করছিলেন আরো একবার মাঙ্কেডিংয়ের প্রচেষ্টা
আপনাদের জানিয়ে দিই যে এই ম্যাচে সানরাইজার্সের ইনিংসের ষষ্ঠ ওভার রবিচন্দ্রন অশ্বিন করছিলেন। তার এই ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন ডেভিড ওয়ার্নার। অশ্বিন তার নিজের দ্বিতীয় বল করার আগেই অর্ধেক রান আপেই থেমে যান আর ডেভিড ওয়ার্নারের সঙ্গে মাইন্ড গেম খেলার চেষ্টা করেন। এরপর ফের সেই ওভারের চতুর্থ বলে অশ্বিনের সামনে ডেভিড ওয়ার্নার ছিলেন। আর অশ্বিনও আরো একবার নিজের চতুর্থ বল করার আগে অর্ধেক রান আপেই থেমে যান। সম্ভবত তিনি নন স্ট্রাইকার এন্ডে দাঁড়ানো ঋদ্ধিমান সাহাকে মাঙ্কেডিং আউট করতে চাইছিলেন। কিন্তু সাহা সম্পূর্ণভাবে সচেতন ছিল আর ক্রিজ থেকে বেরননি।
অ্যাম্পায়ার করলেন অশ্বিনকে তিরস্কার
অশ্বিনকে বারবার একই ব্যবহার করতে দেখে অ্যাম্পায়ার রেগে যান আর তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে তিরস্কার করেন। এরপর অশ্বিন তার ওই ওভারের পরের দুটি বল সঠিকভাবেই করেন।
এখানে দেখুন ঘটনাটির ভিডিয়ো
— Vinay Tripathi (@VinayTr85616518) April 29, 2019
আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারেন কিভাবে অশ্বিন নিজের ওভারে দুবার বোলিং করতে গিয়ে থেমে যান আর কিভাবে তার এই ব্যবহারে অখুশি অ্যাম্পায়ার তাকে তিরস্কার করেন। প্রসঙ্গত অশ্বিন সেই সময় যথেষ্ট শিরোনামে চলে আসেন যখন তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জোস বাটলারকে মাঙ্কেডিং নিয়মের অধীনে আউট করেন।