Getty Images

এই রবিবার ৪৬ বছরে পদার্পণ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট বিশ্বে সকলের কাছে ‘দাদা’ নামে পরিচিত গাঙ্গুলী ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান ও অধিনায়কদের মধ্যে একজন। তিনি তাঁর টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন দারুণ এক চমক দিয়ে। টেস্ট ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। এর মধ্যে একটি ইনিংস ছিল ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানের। অল্পের জন্য ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি মিস করলেও ক্রিকেট বিশ্বে নিজের যোগ্যতার প্রমাণের জন্য যথেষ্ট ছিল ইনিংসটি।

ক্রিকেট ক্যারিয়ারে ব্যাটসম্যান হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সৌরভ গাঙ্গুলির। কিন্তু পরবর্তী সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ঝলক দেখিয়েছেন এই ক্রিকেটার। আর পারফরমেন্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচতায়। অধিনায়ক হিসেবে ক্যারিয়ার জুড়ে অনেক সফলতা পেয়েছেন সবার প্রিয় এই ক্রিকেটার। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে দলকে এক ঐতিহাসিক হয় এনে দিয়েছিলেন সৌরভ দাদা যা এখনো স্মরণীয় হয়ে আছে ভারতের ক্রিকেট ইতিহাসে। এই বামহাতি ব্যাটসম্যান তাঁর ক্যারিয়ার শেষ করেছেন ১১৩ টেস্টে ৭২১৩ রান করে। ওয়ানডেতে ক্রিকেটেও সফল ছিলেন তিনি। ৩১১ ওয়ানডে ম্যাচে করেছেন ১১৩৬৩ রান। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে সিরিজ জেতার পর অবসরে গিয়েছিলেন তিনি।

এদিকে, তাঁর জন্মদিনে স্বাভাবিকভাবেই ক্রিকেট বিশ্বের সকল প্রান্ত থেকে শুভকামনা জানানো বার্তা আসছে।

চলুন দেখে নেওয়া যাক কিছু শুভেচ্ছা বার্তাঃ

 • SHARE
  A Cricket enthusiast who is pursuing his passion.

  আরও পড়ুন

  ভারতীয় ওয়ানডে দলে দ্রুত শামিল হতে পারেন এই তিন ক্রিকেটার

  ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে ২-১ ফলাফলে হেরে গিয়েছে। প্রথম ম্যাচ জেতার পরও...

  বিশ্বের এক নম্বর টি২০ বোলার রশিদ খান দিলেন হার্দিক পান্ডিয়াকে বাউন্স খেলার চ্যালেঞ্জ, বদলে পেলেন এই জবাব

  বিশ্বের এক নম্বর টি২০ বোলার রশিদ খান দিলেন হার্দিক পান্ডিয়াকে বাউন্স খেলার চ্যালেঞ্জ, বদলে পেলেন এই জবাব
  ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দুনিয়াভরের খেলোয়াড়দের এক মঞ্চে নিয়ে আসার কাজ করেছে। এটাই কারণ যে আলাদা আলাদা দেশের...

  ধোনিকে নিয়ে বিসিসিআই লিখল ভুল, ভক্তরা বদলে করল ট্রোল

  ধোনিকে নিয়ে বিসিসিআই লিখল ভুল, ভক্তরা বদলে করল ট্রোল
  ভারতীয় ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়কের উল্লেখ যখনই করা হবে তাতে টিম ইন্ডিয়ার প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির...

  ছবি: সেক্সিয়েস্ট স্পোর্টস সাংবাদিক মায়ান্তি ল্যাঙ্গারের কিছু হটেস্ট ফটো

  স্টার স্পোর্টস এবং অন্যান্য স্পোর্টস চ্যানেল এর সৌজন্নে এই মুহূর্তে উপস্থাপিকা হিসাবে মায়ান্তি ল্যাঙ্গার একজন সুপরিচিত মুখ। মায়ান্তি...

  “শিক্ষাই জাতির মেরুদন্ড”………. বিখ্যাত ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা!

  যে কোনো খেলাধুলার জগতে প্রতিভাই হল মাপকাঠি, এবং বহুলাংশেই শিক্ষাগত যোগ্যতা গুরুত্বহীন থাকে। তবে আজ আমরা এই...