এই রবিবার ৪৬ বছরে পদার্পণ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট বিশ্বে সকলের কাছে ‘দাদা’ নামে পরিচিত গাঙ্গুলী ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান ও অধিনায়কদের মধ্যে একজন। তিনি তাঁর টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন দারুণ এক চমক দিয়ে। টেস্ট ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। এর মধ্যে একটি ইনিংস ছিল ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানের। অল্পের জন্য ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি মিস করলেও ক্রিকেট বিশ্বে নিজের যোগ্যতার প্রমাণের জন্য যথেষ্ট ছিল ইনিংসটি।
ক্রিকেট ক্যারিয়ারে ব্যাটসম্যান হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সৌরভ গাঙ্গুলির। কিন্তু পরবর্তী সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ঝলক দেখিয়েছেন এই ক্রিকেটার। আর পারফরমেন্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচতায়। অধিনায়ক হিসেবে ক্যারিয়ার জুড়ে অনেক সফলতা পেয়েছেন সবার প্রিয় এই ক্রিকেটার। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে দলকে এক ঐতিহাসিক হয় এনে দিয়েছিলেন সৌরভ দাদা যা এখনো স্মরণীয় হয়ে আছে ভারতের ক্রিকেট ইতিহাসে। এই বামহাতি ব্যাটসম্যান তাঁর ক্যারিয়ার শেষ করেছেন ১১৩ টেস্টে ৭২১৩ রান করে। ওয়ানডেতে ক্রিকেটেও সফল ছিলেন তিনি। ৩১১ ওয়ানডে ম্যাচে করেছেন ১১৩৬৩ রান। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে সিরিজ জেতার পর অবসরে গিয়েছিলেন তিনি।
এদিকে, তাঁর জন্মদিনে স্বাভাবিকভাবেই ক্রিকেট বিশ্বের সকল প্রান্ত থেকে শুভকামনা জানানো বার্তা আসছে।
চলুন দেখে নেওয়া যাক কিছু শুভেচ্ছা বার্তাঃ
দাদা – আপনার জন্মদিন সুখ আর ভালোবাসায় ভরে উঠুক ।। Wish you a year full of দাদাগিরি, @SGanguly99 😜 pic.twitter.com/xDzE2N3NOS
— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2018
Wish you a very happy birthday dada @SGanguly99, may god bless you with all the success & happiness! #HappyBirthdayDada
— Suresh Raina🇮🇳 (@ImRaina) July 8, 2018
This is a very special milestone in the journey called life. Wish God will make this milestone full of joy and happiness.@SGanguly99 @circleofcricket @DelhiDaredevils @BCCI @ESPNcricinfo @cricbuzz @MdShami11 pic.twitter.com/lv9u0qe6TX
— Mohammad Shami (@MdShami11) July 8, 2018
One of the first daring personalities in the world of cricket, who took the Indian Team to great heights agression and passion for the game and my 1st Indian Captain who I played under. Happy Birthday, @SGanguly99! #HappyBirthdayDada pic.twitter.com/ykp6Ss4gAY
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) July 8, 2018
Wish you a very very happy birthday @SGanguly99 .May you enjoy an abundance of good food, wonderful conversations and love of people around #HappyBirthdayDada pic.twitter.com/u6QPadqha9
— VVS Laxman (@VVSLaxman281) July 8, 2018
Step 1-Wake up, blink your eyes twice & dance down the track
Step 2-Smash the bowler & at times even spectators(no violence intended)
Step 3-Swing not only the ball but also ur hair,bowl ur heart out
Step 4-Celebrate like no one’s watching
To a wonderful man,
#HappyBirthdayDada pic.twitter.com/ytk8zaGTcy— Virender Sehwag (@virendersehwag) July 8, 2018
Wishing you a very happy birthday and best of health dada! @SGanguly99 #HappyBirthdayDada pic.twitter.com/z4t4eoO0If
— Pragyan Ojha (@pragyanojha) July 8, 2018