কেপ টাউন নাইট রাইডার্সের হেড কোচ নিযুক্ত করা হলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ও প্রাক্তন ক্রিকেটার জ্য়াক কালিস। এই দলের নেতৃত্ব দেবেন ডুমিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর অনুকরণে দক্ষিণ আফ্রিকায় এবছর থেকেই শুরু হচ্ছে গ্লোবাল টি-২০ লিগ। আগামী নভেম্বরে এই টুর্নামেন্টের আসর বসবে। কেপ টাউন নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকার এই ঘরোয়া টুর্নামেন্টের অন্য়তম ফ্র্য়াঞ্চাইজি।
কেপ টাউন নাইট রাইডার্স নাম শুনে আঁচ করা যাচ্ছে এর আইপিএল কালেকশন। আইপিএলের অন্য়তম ফ্র্য়াঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড অভিনেতা শাহরুখ খান কেপ টাউন নাইট রাইডার্স ফ্য়াঞ্চাইজির‘ও কর্ণধার। নাইট রাইডার্স ফ্র্য়াঞ্চাইজির হওয়ায় শাহরুখের সঙ্গে এই দলে বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতারও মালিকানা রয়েছে। বর্তমানে জ্য়াক কালিস শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ। কোচ হিসেবে তাঁর দায়িত্ব তিনি বেশ ভালোভাবেই সামলাচ্ছেন তিনি। আর সেই কারণে কালিসকেই তাঁর নিজের দেশে কেপ টাউন নাইট রাইডার্সের হেড কোচ নিযুক্ত করেছেন কিং খান।
দলের নেতা করা হয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জাঁ পল ডুমিনিকে। আইপিএল ক্রিকেটে দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্য়াঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যদিও দশম আইপিএলে ডুমিনি অংশ নেননি। ব্য়ক্তিগত কারণে সেই সময় ব্য়স্ত ছিলেন তিনি।
আইপিএলের মতোই গ্লোবাল টি-২০ লিগের জন্য়ও দেশে-বিদেশের ক্রিকেটারদের অকশনে চড়ানো হয় এবং নিলামের মাধ্য়মে ক্রিকেটারদের কিনে নেয় ফ্র্য়াঞ্চাইজিরা। ক্রিস গেইল, ডেল স্টেইন ও আদিল রশিদকে এবার দলে নিয়েছে কেপ টাউন নাইট রাইডার্স। শাহরুখের কোনও ক্রিকেট টিমের সঙ্গে এই প্রথমবার যুক্ত হলেন স্টেইন এবং রশিদ। তবে, কিং খানের টিমে খেলার অভিজ্ঞতা গেইলের রয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই প্রথম অংশ নিয়েছিলেন ক্য়ারিবিয়ান ক্রিকেটারটি। কিন্তু, ফর্মে না থাকায় শাহরুখ তাঁকে ছেড়ে দিতে বাধ্য় হন। তারপর থেকে আইপিএলে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে খেলে যাচ্ছেন গেইল।
আগামী তিন নভেম্বর থেকে গ্লোবাল টি-২০ লিগের আসর শুরু হবে। এবারই প্রতিযোগিতার প্রথম সংস্করণ। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। কেপ টাউন নাইট রাইডার্স সহ মোট আটটি ফ্র্য়াঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার এই ঘরোয়া টি-২০ লিগে অংশ নিতে চলেছে।
কেপ টাউন নাইট রাইডার্স টিম : জেপি ডুমিনি (অধিনায়ক), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডেল স্টেইন, আদিল রশিদ (ইংল্য়ান্ড), টম কুরান (ইংল্য়ান্ড), রাসি ফান ডার ডুসেন, জেমস ভিনস (ইংল্য়ান্ড), ডোয়াইন প্রিটোরিয়াস, জেসন স্মিথ, রুডি সেকন্ড, রোরি ক্লাইনভেল্ডট, মালুসি সিবোতো, দিনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ), থমাস কাবের, সেনুরান মুথুসামী, দয়ান গালিয়েম, পিটার মালান, আভিওয়ে মগিজিমা।