নভদীপ সাইনি'র বিষয়ে কখনও খারাপ কিছু বলিনি মন্তব্য বিষেন সিং বেদীর ! 1

তরুণ উদীয়মান তারকা নভদীপ সাইনির পাশে দাড়ালেন গৌতম গম্ভীর। জীবনের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে বল হাতে নজর কাড়া পারফরম্যান্স দিলেন এই ভারতীয় বোলার। ৩ রা ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জীবনের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম‍্যাচ টি খেললেন এই ভারতীয় বোলার। গম্ভীর বরাবর পাশে থেকেছেন এই উদীয়মান বোলারের। এইবার ফের আরেকবার তার পাশে থেকে চরম সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষেন সিং বেদীর।

নভদীপ সাইনি'র বিষয়ে কখনও খারাপ কিছু বলিনি মন্তব্য বিষেন সিং বেদীর ! 2

চার ওভার বোলিং করে এই ভারতীয় বোলার নিয়েছিলেন তিন উইকেট সতেরো রানের বিনিময়ে। এমনকি এক্ষেত্রে রয়েছে একটি মেডেন ওভার যেখানে পোলার্ডের উইকেট নিয়েছিলেন তিনি ,যে কিনা প্রথম ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সেইদিন ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।মাত্র ১৭.২ ওভারে ৯৬ রানের লক্ষ‍্যমাত্রা পেরিয়ে যায় ভারত।

দিল্লি ক্রিকেট মহলে সকলেই গৌতম গম্ভীর এবং বিষেন সিং বেদীর মধ্যে সম্পর্কের বিষয়ে জানেন।একসময় এই বেদী সাইনির প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পাওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলো। এমনকি দিল্লি দলে সাইনির সুযোগ পাওয়াকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।

নভদীপ সাইনি'র বিষয়ে কখনও খারাপ কিছু বলিনি মন্তব্য বিষেন সিং বেদীর ! 3

এরপর ক‍্যারিবিয়ান সফরে সাইনি সাফলতা পাওয়ার পর চুপ থাকেননি গম্ভীর।একদিকে যেমন উদীয়মান তারকার তীব্র প্রশংসায় মাতেন তিনি, ঠিক তেমনই অন‍্যদিকে তীব্র সমালোচনা করেন বেদীর।এর আগেও এই ক্রিকেট ব‍্যক্তিত্বকে আমরা বিতর্কে জড়াতে দেখেছি।

নভদীপ সাইনি'র বিষয়ে কখনও খারাপ কিছু বলিনি মন্তব্য বিষেন সিং বেদীর ! 4
NEW DELHI, INDIA – DECEMBER 5: (Editor’s Note: This is an exclusive shoot of Hindustan Times) Former Indian Cricket Captain Bishan Singh Bedi during a session on ‘Can BCCI Be Professionalized?’ at Hindustan Times Leadership Summit on December 5, 2015 in New Delhi, India. (Photo by Gurinder Osan/Hindustan Times via Getty Images)

পরবর্তী সময়ে এ বিষয়ে বেদীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান তিনি গম্ভীরের বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননা। পাশাপাশি তিনি জানান তিনি কখনও সাইনির বিষয়ে খারাপ কিছু বলেননি।

” আমি গম্ভীরকে নিয়ে কিছু বলবো না। আমি ওর টুইট দেখিনি।তবে বলবো আমি কখনও খারাপ কিছু বলিনি নভদীপ কে নিয়ে।”এমনটাই সাক্ষাৎকারে বলেছেন বেদী।

এদিন সাইনির দারুণ প্রশংসা করেন বেদী, যদিও এখনো নিজেকে আরও উন্নত করে তোলার প্রয়োজন আছে এই ক্রিকেটারের এমনটাই মনে করেন তিনি।

” ও ( সাইনি ) অসাধারণ। আমি ওর একটি খেলা দেখেছি টিভিতে। এমনকি এখনো মাত্র একটি ম‍্যাচ খেলেছে ও ভারতের হয়ে। তাই এরপর কিছু বলার আগে আমাদের কিছু সময় নেওয়ার প্রয়োজন “। জানান এই প্রাক্তন ভারতীয় স্পিনার। প্রসঙ্গত, দেশের হয়ে ৬৭ টি টেস্ট এবং ১০ টি একদিবসীয় ম‍্যাচ খেলেছেন সাইনি ১৯৬৬ থেকে ১৯৭৯ এর মধ্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *