নাম পরিবর্তন করতে চাইছে এই আইপিএল ফ্রাঞ্চাইজি! 1
Jaipur: RR batsman Shane Watson plays a shot during the IPL-6 match against CSK , in Jaipur on Sunday . [12/5/2013] Photos By Vishal Bhatnagar

নাম পরিবর্তন করতে চাইছে এই আইপিএল ফ্রাঞ্চাইজি! 2

নির্বাসনের মেয়াদ কাটিয়ে আগামী আইপিএল-এ ফিরছে রাজস্থান রয়্যালস এ কথা সবারই জানা। তবে বিরাট চমক নিয়েই তারা আইপিএলে ফিরতে চাচ্ছে। আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রাজস্থান রয়্যালস নিজেদের দলের নাম পরিবর্তন করতে চাইছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের শরণাপন্ন হয়েছে। তবে, অফিসিয়ালি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড, বিসিসিআই। ২০১৮ সালে হতে যাওয়া আইপিএলের পরবর্তি আসর থেকেই মাঠে দেখা যাবে পুরোনো এই ফ্র্যাঞ্চাইজিকে। তার আগে ফ্র্যাঞ্চাইজিটি দলের নাম পরিবর্তনের অনুরোধ জানায়। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নাম পরিবর্তনের কোনো দরকার না হলেও তারা এটা করতে চাইছে। বোর্ড এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে।’ আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল রাজস্থান রয়্যালস। ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মালিকানাধীন দলটি।

উল্লেখ্য যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ের কালিমা মেখেছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এমন কাণ্ডে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল দুই ফ্র্যাঞ্চাইজি। ২০১৩ মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)- ম্যাচ পাতানোর অভিযোগের প্রমাণ মেলায় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। ভারতের সুপ্রিম কোর্ট নিয়োজিত লোধা প্যানেল কর্তৃক এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন দুই দলেরই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে, প্রচারণাও শুরু করে দিয়েছে দুই দল।

দুই বছর আগে দুই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ায় নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপার জায়ান্টস ও গুজরাট লায়ন্সকে অন্তর্ভূক্ত করা হয়। চেন্নাই ও রাজস্থান ফেরায় পরের আসরে আর দেখা যাবে না পুনে ও গুজরাটকে। এছাড়া আইপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মিয়াপ্পন ও রাজ কুন্দ্রাকে ক্রিকেট থেকে আজীবনের নিষেধাজ্ঞা দেয় এই প্যানেল। যাতে দুই বছর টুর্নামেন্টে আর অংশ নিতে পারেনি ওই দুই দল। এবার তারা পরেরবারই ফিরবে আইপিএলে। চেন্নাই সুপার কিংস এর আগে দুইবার আইপিএলের শিরোপা জিতেছিল ২০১০ ও ২০১১ সালে। রাজস্থান জিতেছিল উদ্বোধনী আসরের শিরোপা।

 

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *