এবারের আইপিএলে না খেলার সুযোগ পাওয়ার বিষয়ে অবশেষে মুখ খুললেন মুস্তাফিজুর রহমান 1

 

এবারের আইপিএলে খেলার সম্ভাবনা তৈরী হয়েছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের।যদিও পরবর্তী সময়ে তার দেশের তরফে তাকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া হয়নি।অবশেষে এবার এবিষয়ে মুখ খুললেন মুস্তাফিজুর।

মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স, এই দুটো দলেই ব‍্যক্তিগত এবং চোট পাওয়ার দরুণ তাদের দুই ক্রিকেটারকে পাইনি এবারের আইপিএলে।তাই এই দুটো ফ্রান্চাইজি মুস্তাফিজুর তাদের পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলো।প্রসঙ্গত চোটের জন্য এবারের আইপিএলে খেলা হয়ে ওঠেনি কলকাতার হ‍্যারি গার্নির অন‍্যদিকে ব‍্যক্তিগত কারণে মুম্বাই দলে যোগ দিতে পারেননি লাসিথ মালিঙ্গা।

এবারের আইপিএলে না খেলার সুযোগ পাওয়ার বিষয়ে অবশেষে মুখ খুললেন মুস্তাফিজুর রহমান 2
যদিও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে এই অত‍্যন্ত চোট প্রবন পেসার’কে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়নি।এরপর মালিঙ্গার বদলি হিসেবে অজি পেসার জেমস প‍্যাটিনসন’কে নেয় মুম্বাই, কলকাতা নেয় আমেরিকার পেসার আলী খান’কে।

মূলত সদ‍্য বাতিল হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের দলে খেলার কথা ছিলো ফিজে’র।তাই তাকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি।সিরিজ বাতিল হওয়ার খবর পেয়েছেন তিনি, যদিও এবারের আইপিএলে না খেলার কোনও আফসোস নেই তার।যদিও এর জেরে বাংলাদেশের মুদ্রায় এক কোটি টাকা পাওয়ার সুযোগ হারালেন তিনি।

” টেস্ট সিরিজ খেলার জন্য মুখিয়ে ছিলাম।কিন্তু শ্রীলঙ্কার বোর্ডের তরফে দেওয়া প্রস্তাব ১৪ দিন কোয়ারিন্টিনে থাকার বিষয়টি মেনে নেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে।

এইরকম একটা সিরিজে খেলতে নামার আগে একটা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়।সিরিজ আয়োজনের উদ্দেশ্য নিয়ে বিস্তর চেষ্টা চালিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।কিন্তু তা সম্ভব হয়নি।আসলে ওদের দেশে (শ্রীলঙ্কা ) নিয়মে আছে ১৪ দিন কোয়ারিন্টিনে থাকার বিষয়টি।আমাদের অবশ্যই এই বিষয়টিকে সন্মান জানানো উচিত।

যদি বিসিবি জানতো যে বাতিল হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার সিরিজ তাহলে তারা নিশ্চিত ‘এন ও সি ‘ দিতো আমাকে আইপিএলে খেলার জন্য।কিন্তু যা হয় তা হয়তো ভালোর জন্য হয়।এবারের আইপিএলে না খেলার জন্য আমার এক কোটি টাকার ক্ষতি হলো ।”

এমনটাই জানিয়েছেন এই তারকা বাংলাদেশের পেসার।

এবারের আইপিএলে না খেলার সুযোগ পাওয়ার বিষয়ে অবশেষে মুখ খুললেন মুস্তাফিজুর রহমান 3
আগেও আইপিএলে খেলেছেন মুস্তাফিজুর রহমান।খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স,সানরাইজার্স হায়দ্রাবাদে।হায়দ্রাবাদের আইপিএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।সেইবার নিয়েছিলেন ১৬ টি উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *