দলের এই বিদেশি ক্রিকেটারের সকল প্রকার চিকিৎসার ভার তুলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স 1

ইতিমধ্যে এইবছরের আইপিএলের ফাইনালে পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গত ৭ ই মে চেন্নাইয়ের ঘরে মাঠে ধোনিদের হারিয়ে পঞ্চম বারের মতো আইপিএল খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছিলো রোহিতরা।ইতিমধ্যে গোটা মুম্বাই বাসী তাদের “চার” নম্বর আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, মুম্বাই ছাড়া চেন্নাই সুপার কিংস একমাত্র দল যার তিনটি আইপিএল ট্রফি জিতেছে।

দলের এই বিদেশি ক্রিকেটারের সকল প্রকার চিকিৎসার ভার তুলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স 2

চলতি বছরের আইপিএলে একাধিক চড়াই – উৎরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে মুম্বাই। টুর্নামেন্টের শুরুতেই চোটের দরুন দল থেকে ছিটকে যায় তারকা নিউজিল্যান্ড পেস বোলার এ্যডাম মিলনে। তার পরিবর্তে দলে সুযোগ পান আলজারি জোসেফ । ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার আবির্ভাবেই নজর কেড়েছিলো সকলের।

দলের এই বিদেশি ক্রিকেটারের সকল প্রকার চিকিৎসার ভার তুলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স 3

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে অভিষেক হয় জোসেফের। প্রথম ম‍্যাচেই দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলের নজর কাড়েন তিনি। ভেঙে দেন প্রথম বছরে গড়া পাক পেসার সোহেল তানভীরের রেকর্ড ৬/১৪ এর।সেই ম‍্যাচে মাত্র ১২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ঋতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন এই ইন্ডিজ বোলার।সকলেই যখন পরের ম‍্যাচে তার বোলিং দেখার অপেক্ষায় তখন চরম ভাবে ব‍্যর্থ জোসেফ , তিন ওভার বেধড়ক মার খেয়ে তিনি দিয়েছিলেন ৫০ রান ! শুধু তাই নয় , রাজস্থানের বিরুদ্ধে সেই ম‍্যাচে চোট পেয়ে এইবছর আইপিএল কে বিদায় জানাতে হয়েছিলো তাকে।ম‍্যাচে ফিল্ডিং করা কালীন ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধের হার সড়ে যায় তার।পরবর্তী সময়ে চিকিৎসার পর অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় তার।

দলের এই বিদেশি ক্রিকেটারের সকল প্রকার চিকিৎসার ভার তুলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স 4

জোসেফের সার্জারী এবং পরবর্তী সময় তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পুরোপুরি দায়িত্ব নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।গোটা বিষয়টি সম্পন্ন হতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস।

দলের এই বিদেশি ক্রিকেটারের সকল প্রকার চিকিৎসার ভার তুলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স 5

এবিষয়ে বিস্তারিত ভাবে জানতে চাওয়া হলে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , “গত ৩০ শে এপ্রিল জোসেফের সার্জারি সম্পন্ন হয়েছে, যদিও এখনও কাঁধের কোনও প্রকার মুভমেন্ট করতে পারছেন না তিনি।তার দেখভাল করতে তার একজন পরিবারের সদস্য রয়েছে এখানে।জোসেফের চিকিৎসা এবং ঠিক করে তোলার সবরকম দায়িত্ব মুম্বাই ইন্ডিয়ান্সের।হাসপাতাল থেকে এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের গেস্ট হাউসে স্থানান্তরিত করা হবে জোসেফ কে।এবং এরপর টানা দুই তিন মাস নিয়মিত ফিজিও থেরাপি চলবে তার ,এরপর মুম্বাই এর এ্যকাডেমিতে ফের ছন্দে ফিরিয়ে আনা হবে তাকে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *