আইপিএল ২০১৮: মহম্মদ কাইফ বাছলেন নিজের ড্রিম আইপিএল টিম, জায়গা পেলেন না কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি সংস্করণের ফাইনাল ম্যাচ এই মুহুর্তে চলছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। এই মুহুর্তে সারা বিশ্বের নজর রয়েছে এই ম্যাচের উপর।

কাইফ ঘোষণা করলেন নিজের ড্রিম টিম

এর মধ্যেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্ম কাইফ, এই মরশুমের আইপিএলের নিজের ড্রিম প্লেয়িং ইলেভেনকে বেছে নিলেন। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে বলা ড্রিম প্লেয়িং ইলেভেনে মহেন্দ্র সিং ধোনি, রশিদ খানের মত তারকাদের তিনি জায়গা দিয়েছেন। এছাড়াও এই তালিকায় ঋষভ পন্থ, কেএল রাহুল, সুনীল নারায়ন, দীনেশ কার্তিকের মত প্রতিভাশালী ক্রিকেটারদেরও শামিল করেছেন কাইফ। সেই সঙ্গে তিনি অ্যান্দ্রে রাসেল এবং অ্যান্ড্রু টাইয়ের মত বিদেশি বোলারদেরও দলে জায়গা দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখা ভাল কাইফ নিজের যে ড্রিম টিম বেছেছেন তা এই মরশুমে খেলোয়াড়দের প্রদর্শনের উপর নির্ভর করে বাছা।
আইপিএল ২০১৮: মহম্মদ কাইফ বাছলেন নিজের ড্রিম আইপিএল টিম, জায়গা পেলেন না কোহলি 1
কোহলি পেলেন না দলে জায়গা

মহম্মদ কাইফের বাছা এই দলে যেখানে বহু তারকাই জায়গা পেয়েছেন, আবার এমন অনেক দিগগজ খেলোয়াড়ও রয়েছেন যাদের এই ড্রিম প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হয় নি। যার মধ্যে সবচেয়ে প্রমুখ নাম হল বিরাট কোহলির। যদিও বিরাটের এই মরশুমে বিশেষ কিছু প্রদর্শন ছিল না। ফলে হয়ত এই কারণেই কাইফ বিরাটকে নিজের ড্রিম প্লেয়িং ইলেভেনে জায়গা দেন নি।
আইপিএল ২০১৮: মহম্মদ কাইফ বাছলেন নিজের ড্রিম আইপিএল টিম, জায়গা পেলেন না কোহলি 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *