এইবার তৈরী হতে চলেছে মিতালী রাজের " বায়োপিক "! তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী 1

এর আগেও তাকে ভারতের ” হকি তারকা ” সন্দীপ সিংয়ের ” বায়োপিক ” সুরমা তে অভিনয় করতে দেখেছিলাম আমরা। এবার ফের আরেকবার ক্রীড়া কেন্দ্রীক ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার অভিনয় দক্ষতা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। অত্যন্ত দক্ষ এই অভিনেত্রী কেই এইবার দেখা যেতে চলেছে দেশের অন‍্যতম মহিলা ক্রীড়া ব্যক্তিত্ব , ক্রিকেট তারকা মিতালী রাজের চরিত্রে।প্রসঙ্গত, খুব সম্প্রতি আন্তর্জাতিক কেরিয়ারের কুড়ি বছর পূর্ণ করলেন মিতালী।বর্তমানে তিনি ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক।

এইবার তৈরী হতে চলেছে মিতালী রাজের " বায়োপিক "! তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী 2

সূত্রের খব‍র অনুযায়ী ২০১৭ থেকে এই তারকা ভারতীয় ক্রিকেটারের জীবনের উপর ছবি তৈরি কথা বার্তা চালাচ্ছিলো ” ভায়াকম ” ,অন‍্যদিকে এখনো অবধি এই ছবির চুক্তিপত্রে সই না করলেও মনে মৌখিক ভাবে অভিনয়ের জন্য হ‍্যা তাপসী পান্নু।জানাগেছে সবরকম কাজ পাকাপাকি করে ফেলেছে বোর্ড।এমনকি গল্প মোটামুটি ঠিক করা যা নিয়ে ইতিমধ্যে চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়েছে।এখন খোঁজ চলছে পরিচালকের।

এইবার তৈরী হতে চলেছে মিতালী রাজের " বায়োপিক "! তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী 3

প্রসঙ্গত, মহিলা ক্রিকেটের জগতে অন‍্যতম সেরা ব‍্যাটসম‍্যান মনে করা হয় মিতালী রাজকে।ভারতের মহিলা ক্রিকেটের উন্নতির স্বার্থে তার অবদান অনস্বীকার্য।একদিবসীয় ক্রিকেটের সর্বোচ্চ রান – সংগ্রহকারী তিনি।ইতিমধ্যে দেশের হয়ে খেলেছেন ২০৩ টি একদিবসীয় ক্রিকেট ম‍্যাচ।করেছেন ৬৭২০ রান।গড় – ৫১.২৯ ।অন‍্যদিকে টেস্ট খেলেছেন ১০ টি।এক্ষেত্রে ৩৭.৫২ গড়ে করেছিলেন ২৩৬৪ রান।

এইবার তৈরী হতে চলেছে মিতালী রাজের " বায়োপিক "! তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী 4 এইবার তৈরী হতে চলেছে মিতালী রাজের " বায়োপিক "! তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী 5 এইবার তৈরী হতে চলেছে মিতালী রাজের " বায়োপিক "! তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী 6 এইবার তৈরী হতে চলেছে মিতালী রাজের " বায়োপিক "! তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী 7

দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন, নিয়ে গেছেন ভারতকে ২০১৭ এর বিশ্বকাপের ফাইনালে।সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন মিতালি, যখন তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে বসিয়ে দেওয়া হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *