ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে রবি শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখলো উপদেষ্টা মন্ডলীর সদস্য অংশুমান গায়কোয়াড় ! 1

ক্রিকেট উপদেষ্টা মন্ডলী এই মুহূর্তে ব‍্যস্ত রয়েছেন ভারতের আগামী কোচ বাছাইয়ের ক্ষেত্রে । আগামী মাসে এবিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে চলেছেন তারা। ঠিক এইরকম একটি মুহূর্তে মন্ডলীর অন‍্যতম সদস্য অংশুমান গায়কোয়াড় জানিয়ে দিলেন ফের আরও একবার রবি শাস্ত্রীর এ পদে থাকা প্রায় পাকা। প্রসঙ্গত, এই মন্ডলীকে নেতৃত্ব দিচ্ছেন কপিল দেব।তিনি ছাড়া রয়েছেন শান্তা রঙ্গস্বামী।

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে রবি শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখলো উপদেষ্টা মন্ডলীর সদস্য অংশুমান গায়কোয়াড় ! 2

” ফলাফলের দিক দিয়ে বিচার করলে এখনো অবধি খুব একটা খারাপ কাজ করেননি রবি।তাই তার পদ ছাড়া দলের অন‍্যান‍্য পদ গুলো নিয়ে ভাবনা চিন্তা করার বিষয় বলে আমি মনে করি।এখন দেখার বিষয় কারা এক্ষেত্রে আবেদন করছেন।” সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন অংশুমান।

২০১৭ এর জুলাই মাসে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আসেন রবি।তার কোচিংয়ে অস্ট্রেলিয়া কে টেস্ট সিরিজে ( ২০১৮ ) হারানোর কৃতিত্ব অর্জন করে ভারত।প্রথম এশিয়াল দল হিসেবে সেই বার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারায় ভারত।এছাড়া সম্প্রতি বিশ্বকাপে সেমিফাইনালে ও পৌছে ছিলো বিরাটরা।

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে রবি শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখলো উপদেষ্টা মন্ডলীর সদস্য অংশুমান গায়কোয়াড় ! 3

যদিও এর পরবর্তী সময়ে বাইরের মাঠে টেস্ট সিরিজের ফলাফল খুবই খারাপ ছিলো।পর পর তারা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হারের মুখোমুখি হয়।যদিও ঘরের মাঠে টেস্ট সিরিজের ফলাফল এক্ষেত্রে বিবেচ‍্য বিষয় নয়।‌

কোনও সন্দেহ নেই ফের আরও একবার ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থাকার বিষয়ে অন‍্যতম ফেবারিট রবি।কিন্তু এইবার নিজের পছন্দের স্টাফদের তিনি রাখতে পারবেন না বলেই মনে করা হচ্ছে কারণ শুধুমাত্র মুখ‍্য কোচ নয় , অন‍্যান‍্য সাপোটিং কোচের পদে আবেদন করার সুযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে রবি শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখলো উপদেষ্টা মন্ডলীর সদস্য অংশুমান গায়কোয়াড় ! 4

প্রাক্তন তারকা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার জন্টি রোডস আবেদন করেছেন ফিল্ডিং কোচের পদে।অন‍্যদিকে জে অরুণ কুমার আবেদন করেছেন ব‍্যাটিং কোচের পদের জন্য।রবির সাথে লড়াই হব রবিন সিংয়ের যিনি কিনা আবেদন করেছেন মুখ‍্য কোচের পদে।এমনকি মাইক হেসন আবেদন করতে চলেছেন কোহলিদের হেডস্যারের ভূমিকায় এমনটাই শোনা যাচ্ছে।

তালিকায় আছেন টম মুডি, মহিলা জ বর্ধনে, বীরেন্দ্র শেহবাগেরা।সম্প্রতি সানরাইজার্স হায়দ্রাবাদের কোচের পদ থেকে সরে দাড়িয়েছিলেন মুডি।তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছে সদ‍্য বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেলিস।

২০১৭ তে রবি কে টক্কর দিয়েছিলেন শেহবাগ।এবার সম্ভাবনাময় তালিকায় আছেন জয়বর্ধনে।যদিও তাকে কোচের পদে আনলে ,তখন মুম্বাই ইন্ডিয়ান্সের চাকরি ছাড়তে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *