চলতি বিশ্বকাপে চোট লাগার দরুন ছিটকে গেছিলেন বিজয় শঙ্কর।তার পরিবর্ত ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ময়ঙ্ক অগ্রবাল।স্বাভাবিক ভাবেই ময়ঙ্কের নাম ঘোষণা করার পর থেকেই সকল ক্রিকেট ভক্ত থেকে বোদ্ধার মনে একটা বিষয় বার বার খোচা দিতে থাকে, স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে যখন এতগুলো ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছিল দলের তরফে তখন কেনো হঠাৎ করে পরিকল্পনার বাইরে থাকা এই উঠতি ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া হলো।প্রসঙ্গত, এখনো অবধি দেশের হয়ে একটিও ওয়ানডে ম্যাচ খেলেনি শঙ্কর।

দলের রিজার্ভ ক্রিকেটারের তালিকায় ছিলো আম্বাতি রায়ডু।সেখানে তাকে সুযোগ না দিয়ে হঠাৎ করে নির্বাচকরা কেনো ঝুঁকলেন মায়াঙ্কের দিকে।স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন উঠেই আসে।
পরবর্তী সময়ে জানা গিয়েছে নির্বাচকরা নয়, বরং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টিম ম্যানেজমেন্ট।মূলত বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর ইচ্ছায় এদলে সুযোগ পেয়েছে ময়ঙ্ক, এমনটাই জানা গিয়েছে।সূত্রের খবর এই নির্বাচনের ক্ষেত্রে পাঁচ সদস্যের কমিটির কোনো রকম ভূমিকা নেই, বরং অধিনায়ক এবং কোচের গ্রীন সিগন্যাল পাওয়ায় দলে সুযোগ হয়েছে এই ক্রিকেটারের।তাই অযথা এবিষয়ে নির্বাচকদের টেনে কোনও রকম লাভ নেই বলেই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি।
ভারতের ” এ ” দলের সম্প্রতি দারুণ ছন্দে ছিলেন মায়াঙ্ক।শুধুমাত্র তাই নয়, কর্নাটকের হয়ে চার ম্যাচে ২৮৭ রান করেছিলেন এই ভারতীয় ক্রিকেটার।স্ট্রাইক রেট – ১০৫.৯০ ।গড় – ৭১.৫০ ।সম্প্রতি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের।মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্ট ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ৭৬ এবং ৪২ রান করেছিলেন মায়াঙ্ক।ম্যাচটিতে জয়লাভ করেছিল ভারত।
টিমের ঘনিষ্ঠ সূত্রের দাবি সাম্প্রতিক সময়ে ভারতের ” এ ” দলের হয়ে দারুণ মরশুম গেছিলো এই ব্যাটসম্যানের।চার ইনিংস ব্যাট করে তিনি করেছিলেন ২৮৭ ।এরমধ্যে আছে দুটি শতরানের ইনিংস।এই ইংল্যান্ডের মাটিতেই লেসেস্টারের বিরুদ্ধে একটি ১৫১ রানের ইনিংস আছে তার।তাই দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নেবেন এই ক্রিকেটার এমনটাই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে গেছে ভারত।আগামী শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ” মেন ইন ব্লু ” , সেই ম্যাচেই একদিবসীয় ক্রিকেটে অভিষেক হতে চলেছে মায়াঙ্কের এমনটাই মনে করা হচ্ছে।