এবছর আইপিএলের শুরু থেকেই নজর কেড়েছে উঠতি দুই ভারতীয় পেসার নভদীপ সাহানি এবং প্রসিদ্ধ কৃষ্ণা।দুই তরুণ প্রতিভাবান এই বোলারকে খেলতে দেখা যায় যথাক্রমে রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ইতিমধ্যে দলের হয়ে একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই দুই তরুন বোলার। ইতিমধ্যে নজর কেড়েছেন একাধিক কিংবদন্তী ক্রিকেট তারকাদের। সম্প্রতি এই দুই অত্যন্ত প্রতিভাবান এবং সম্ভাবনাময় ক্রিকেট প্রতিভার ভূয়সী প্রশংসা শোনা গেল প্রাক্তন তারকা অজি পেস বোলার ব্রেট লির মুখে।
দুই বোলার তাদের বলের গতিময়তা প্রতি ডেলিভারিতে বজায় রাখে যে বিষয়টা সবচেয়ে মনে ধরেছে ব্রেট লির।প্রসঙ্গত, এই উঠতি দুই বোলার ভারতীয় বিশ্বকাপ দলের সাথে উড়ে যাবে ইংল্যান্ডে বিরাটদের নে ট বোলার হিসেবে। এই মুহূর্তে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় ব্রেট কে।সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে পেস বোলিং সম্পর্কে ব্যাক্ষা দিলেন তিনি। সেখানে তিনি বলেন “১৩০ থেকে ১৩৫ কে এর পেস কে ভালো পেস বলা হলেও আমি তা মানি না, বরং আমি এই পেস কে “স্লো ” অথবা ” মিডিয়াম ” বলবো।আমার কাছে ভালো পেস বলতে বোঝায় ১৪৫ কে এর উদ্ধে করা বোলিং ডেলিভারি কে “। এরপর তিনি জানান বর্তমানে বেশ কিছু ভারতীয় বোলার কে ১৪৫ কে স্পিডের লক্ষ্যমাত্রা ছুঁতে দেখে খুশি তিনি। পরবর্তী সময়ে এই বিষয়টা ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রা এনে দেবে এমনটাই মনে করেন তিনি। যদিও মিডিয়াম পেসারের গুরুত্ব একেবারেই উড়িয়ে দেননি তিনি। সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারের কথা উল্লেখ করেন তিনি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে লি এর কাছে ভারতীয় পেসারদের কথা জানতে চাওয়া হলে তিনি প্রথমেই বলেন জসপ্রীত বুমরাহ এর কথা। বুমরাহ’র বলের গতিময় বৈচিত্র্যতা মনে ধরেছে তার।পাশাপাশি তিনি প্রশংসা করেন এবছর আইপিএলে নজরকাড়া প্যারফরম্যান্সকারী প্রসিদ্ধ কৃষ্ণ এবং নভদীপ সাহানির।দুই জনের প্রশংসার পাশাপাশি লি বলেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়ে হলো বর্তমানে ভারতীয় পেসারদের পেস বোলিংয়ের গতি এখন অনেক পরিমানেই বেড়েছে।
প্রসঙ্গত, চলতি আইপিএলে ইতিমধ্যে সাত ম্যাচে চার উইকেট নিয়েছেন সাহানি অন্যদিকে আট ম্যাচে দুই উইকেট পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ।