Mary Waldron announced her retirement before wc 2023

বিশ্বকাপের (WC 2023) প্রাক্কালে বিশ্ব ক্রিকেটের জন্য এক মর্মান্তিক খবর এক কিংবদন্তি ক্রিকেটার আমাদের ছেড়ে চলে গেলেন। ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম। এবছর এশিয়া কাপ ২০২৩ এবং বিশ্বকাপ (WC 2023) ২০২৩ অনুষ্ঠিত হবে। আর এই ২০২৩ বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বিশ্বের সেরা ১০টি দল অংশ নেবে। ইতিমধ্যে,ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এক অভিজ্ঞ ক্রিকেটার।

Read More: চাকরি হারাতে চলেছেন অজিঙ্কা রাহানে, টেস্টে শীঘ্রই নয়া সহ-অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া !!

বিশ্বকাপের আগেই নিলেন অবসরের ঘোষণা

Indian cricket team, wc 2023
Indian Cricket Team | Image: Getty Images

চার বছর ধরে সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা যে টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে, সেই টুর্নামেন্টটি (WC 2023) হবে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। ভারতের মাটিতেই এই মেগা ইভেন্টের আয়োজন করা হবে। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই লীগ, প্রথম ম্যাচ হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। একইসঙ্গে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ হবে চেপকে অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচটি হবে ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে তার আগেই বেরিয়ে আসছে খুব খারাপ খবর। ২০২৩ সালের বিশ্বকাপের আগেই ক্রিকেট ছেড়েছেন একজন অভিজ্ঞ খেলোয়াড়। তিনি আর কেউ নন, আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় মেরি ওয়ালড্রন।

মেরি ওয়াল্ড্রনের ক্রিকেট কেরিয়ার

Mary Waldron, wc 2023
Mary Waldron | Image: Getty Images

আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় মেরি ওয়ালড্রন ২০২৩ বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় আয়ারল্যান্ডের হয়ে ৫৬টি ওয়ানডে ও ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৪৮১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। একইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে তার রয়েছে ৫৩১ রান। ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে তিন নম্বরে রয়েছে মেরি ওয়ালড্রনের নাম। এক ম্যাচে চারটি ক্যাচ নেন তিনি। বিশ্ব ক্রিকেট তার অবদান কখনো ভুলবে না।

Read More: WC 2023: ভারতীয় ভক্তদের জন্য সুখবর, বিশ্বকাপে নতুন ভূমিকায় এন্ট্রি নিচ্ছেন জাহির খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *