আগুনে টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে অস্ট্রেলিয়া? নিজের মতামত দিলেন মার্ক টেলর 1

আইপিএল এর মরশুম শেষ, এবার শুরু আন্তর্জাতিক ক্রিকেটের পালা। একাধিক দেশই নিজেদের মধ্যে সিরিজ খেলতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। কিন্তু যে সিরিজটি নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষায় রয়েছে, তা হল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ক্রিকেটীয় যুদ্ধ। টেস্ট, ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে এই দুই দেশ লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে। আর এই নিয়ে উদগ্রীব হয়ে আছে ক্রিকেট বিশ্ব।

Cricket Australia considering hosting India for five Tests to compensate  for financial losses

সব থেকে বেশি প্রতীক্ষার হল টেস্ট সিরিজটি। এই মুহুর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই স্থানে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ফলে এই টেস্ট সিরিজটি বেশ জমজমাটি হবে তা বলাই যায়। একদিকে ভারত মরিয়া থাকবে বর্ডার গাভাস্কার ট্রফিটি ধরে রাখার জন্য, অন্যদিকে গত বারের সিরিজ হারের বদলা নিতে মরিয়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার সমৃদ্ধ অস্ট্রেলিয়া। আর এই অবস্থায় কি একাদশে নামবে অস্ট্রেলিয়া দল, এ নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে।

India vs Australia 2020: Gillespie Predicts Aussies Will Win Upcoming Tests  vs India in Absence of

এবার অস্ট্রেলিয়ার দল গঠন নিয়ে নিজের মতামত জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটসম্যান মার্ক টেলর। তিনি মনে করেন, এই অস্ট্রেলিয়া দলে সুযোগ দেওয়া উচিত তরুণ ওপেনার উইল পুকোভস্কিকে। এবারের শেফিল্ড শিল্ডে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ভিক্টোরিয়ার এই ক্রিকেটার। দুই ম্যাচে দুটি দ্বি শতরান করেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফলে ডেভিড ওয়ার্নারের সাথে ২২ বছরের পুকোভস্কিকে দেখতে চান টেলর।

दो दोहरे शतक जड़ चुके इस युवा कंगारू बल्‍लेबाज के फैन हुए मार्क टेलर, भारत  के खिलाफ करेगा डेब्‍यू ! - Ind vs aus mark taylor hails will pucovski for  taking break

এদিকে মিডল অর্ডারে মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড ও ট্র্যাভিস হেডকে ধরেছেন টেলর। এরপর আসবেন অধিনায়ক টিম পেইন। আর পেস ব্রিগেডে থাকবেন প্যাট কামিন্স, জস হেজলউড এবং মিচেল স্টার্ক। আর দলের একমাত্র স্পিনার হিসেবে নাথান লিয়ঁকে রেখেছেন টেলর। তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে অনেকে প্রথম একাদশে চাইলেও আপাতত ত্রয়োদশ ব্যক্তি হিসেবে তাকে দলে রেখেছেন টেলর। আর দ্বাদশ ব্যক্তি হিসেবে থাকবেন পেসার জেমস প্যাটিনসন।

India vs Australia 2020-21: Adelaide named as 'home' base for Test series |  Business Standard News

আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিন রাতের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। মোট চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এই দুই দল।

Day-Night Test returns to Adelaide Oval | SACA South Australian Cricket  Association

এক নজরে দেখে নেওয়া যাক মার্ক টেলরের নির্বাচিত অস্ট্রেলিয়া একাদশ – ডেভিড ওয়ার্নার, উইল পুকোভস্কি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ট্র্যাভিস হেড, টিম পেইন (উইকেটকিপার এবং অধিনায়ক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিয়ঁ, জস হেজলউড, জেমস প্যাটিনসন (দ্বাদশ ব্যক্তি), ক্যামেরন গ্রিন (ত্রয়োদশ ব্যক্তি)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *