বড় মঞ্চে নিজের নাম খোদাই করে ফেললেন মিতালি রাজ। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ রানের মালিক ভারতের এই মহিলা ব্যাটসম্যান। চলতি মহিলা বিশ্বকাপের মঞ্চে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬,০০০ রান করে ইতিহাস গড়েছেন তিনি। অনন্য এই কীর্তি গড়ার পথে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লোটে এডওয়ার্ডসকে (৫,৯৯২ রান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে) পেছনে ফেলে মিতালি হয়েছেন মেয়েদের ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক। যার রেকর্ড ভেঙেছেন, সেই এডওয়ার্ডস তো প্রশংসা করলেনই, সঙ্গে মিতালিকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরবর্তী স্টেশন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, প্ল্য়াটফর্ম ……………
এদিন তিনি টুইট করে অভিনন্দন জানান ভারতীয় ব্যাটসম্যান মিতালিকে। তিনি লেখেন, “মেয়েদের ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য তোমাকে অভিনন্দন মিতালি রাজ। তোমার জন্য অামরা গর্বিত।”
Congratulations @M_Raj03 for becoming the highest ever run scorer in the history of women’s ODI cricket.We are proud of u #WomensWorldCup
— Mamata Banerjee (@MamataOfficial) July 12, 2017

মহিলাদের ক্রিকেট প্রথমবার দেখল কোন ব্যাটসম্যানকে ৬,০০০ রান করতে। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ৬৯ রান করার পথে একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ৬,০০০ রানের মাইলফলকে ছুঁয়ে ফেলেন মিতালি। ১৮৩ ওয়ানডে ম্যাচে ৬,০২৮ রানের মালিক এই ইতিহাস গড়ার পথে ছাড়িয়ে যান এতদিন ধরে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকা এডওয়ার্ডকে। ৩৪ বছর বয়সী প্রাক্তন ইংলিশ অধিনায়ক ১৯১ ওয়ানডে-তে করেছিলেন ৫,৯৯২ রান। সব মিলিয়ে মহিলা ক্রিকেটে এখন ভারতেরই জয়জয়কার।


এখানে দেখুনঃ সুপ্রিম নিয়মে বরখাস্ত সভাপতিকেই বোর্ডে চাইছেন দাদা