ওয়েস্ট ইন্ডিজের সফরের আগে ক্রিকেট কেরিয়ার নিয়ে বড়সড়ো সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির 1

সমস্ত জল্পনার অবসান ঘটালেন মহেন্দ্র সিং ধোনি।একদিকে যখন তার একদিকে তার অবসর নিয়ে আলোচনা তুঙ্গে ভারতীয় ক্রিকেট মহলে, ঠিক সেই সময় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বড়োসড়ো সিদ্ধান্ত নিলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। জানালেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলছেন না তিনি, সে সময় তিনি থাকছেন দেশের সেনাবাহিনীর কিছু কাজে।শুধু তাই নয়, সামনের কয়েক মাস সেনাবাহিনীর নানান কাজে ব‍্যস্ত থাকবেন তিনি।

নিজের অবসরের সিদ্ধান্তের ব্যাপারে মহেন্দ্র সিং ধোনি জানালেন বিসিসিআইকে

টেরিটোরিয়াল আর্মির প‍্যারাশুট রেজিমেন্টের সান্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি।সূত্রের খবর অনুযায়ী আগামী দুই মাস , এই রেজিমেন্টে আগামী দুই মাস সময় কাটাবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।সম্প্রতি বিসিসিআই কে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।অর্থাৎ ক্রিকেট থেকে আপাতত খানিকটা দুরে থেকে দেশের জন্য কিছু করতে চলেছেন মাহি।যদিও এখনই অবসর নিচ্ছেন না তিনি।

সদ‍্য শেষ বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নেওয়া কে কেন্দ্র করে তৈরী হয়েছে জোর জল্পনা।অনেকেই মনে করেছিলেন বিশ্বকাপের পর অবসর নিতে চলেছেন দেশের অন‍্যতম সফল অধিনায়ক।চলতি বিশ্বকাপে তার ব‍্যাটিং নিয়ে উঠেছিলো একাধিক প্রশ্ন।দলের যখন রানের প্রয়োজন, তখন তার মন্থর ব‍্যাটিং তাকে দাড় করিয়েছিলো তীব্র সমালোচনার মাঝে ।নয় ইনিংসে তার রান সংখ্যা ছিলো ২৭৩ ।যদিও তার মন্থর ব‍্যাটিং তাকে দাড় করিয়েছিলো নানান প্রশ্নের মুখে।

ওয়েস্ট ইন্ডিজের সফরের আগে ক্রিকেট কেরিয়ার নিয়ে বড়সড়ো সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির 2

২০০৪ এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির।পরবর্তী সময়ে দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছিলেন তিনি।তার অধিনায়কত্বে ২০০৭ এর বিশ্বকাপ টি টোয়েন্টি,২০১৩ এর চ‍্যাম্পিয়ান্স ট্রফি এবং ২০১১ এর বিশ্বকাপ জেতে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের সফরের আগে ক্রিকেট কেরিয়ার নিয়ে বড়সড়ো সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির 3

২০১৪ সালে টেস্টের থেকে অবসর নিয়েছিলেন মাহি‌।পরবর্তী সময়ে ২০১৭ তে সব ধরনের দল থেকে সড়ে দাড়ান তিনি।যদিও এখন লিমিটেড ওভারের ম‍্যাচ গুলোতে খেলেছেন তিনি।দেশের হয়ে এযাবৎ ,৯০ টেস্ট,৩৫০ একদিবসীয় ম‍্যাচ এবং ৯৮ টা টি টোয়েন্টি খেলেছেন ধোনি দেশের হয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *