ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছিলেন। টেস্ট তিনি খেলেন না, আর ওয়ানডে সিরিজ হতে এখনো সময় রয়েছে। এর মধ্যে তাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। সম্প্রতি কিছুদিন আগেই তার আর তার মেয়ে জীবার নাচের ভিডিয়ো দারুণভাবে ভাইরাল হয়েছিল। যেখানে জীবাকে ভোজপুরি বলতে দেখা যায়।
এখন ধোনিকে নিজের স্ত্রীর স্যাণ্ডেলের ফিতে বাঁধতে দেখা গেলো
ধোনির তেমনই এক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে তাকে নিজের স্ত্রী সাক্ষীর স্যাণ্ডেলের ফিতে বাঁধতে দেখা যাচ্ছে। ধোনির এই ছবি স্বয়ং তার স্ত্রী সাক্ষীই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
তুমি আমাকে এই স্যাণ্ডেল কিনিয়েছো তো এখন তুমিই এর ফিতে বাঁধবে
এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাক্ষী লেখেন যে, “তুমি আমাকে এই স্যাণ্ডেল কিনিয়েছো, তো তুমিই এখন এর ফিতে বাঁধবে”। ক্রিকেট মাঠে কুল থাকা ধোনি এই ছবিতেই ভালোবেসেই সাক্ষীর স্যাণ্ডেলের ফিতে বাঁধছেন।
কিছুদিন আগেই ধোনিকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সাক্ষী
বলিউডের হট জুটি রণবীর সিং আর দীপিকা পাডুকোণের ২৮ নভেম্বর মুম্বাইয়ে হওয়া রিসেপশনে বেশ কিছু বড়ো তারকারা এসেছিলেন। আসলে পার্টিতে ধোনি আর সাক্ষী ছবি তোলাচ্ছিলেন, সাক্ষী ধোনির বাঁ-দিকে ছিলেন, অন্যদিকে হার্দিক ডানদিকে ছিলেন। কিন্তু তারপর হঠাৎ করেই না জানি কি হয়, সাক্ষী স্টেজ ছেড়েই চলে যান। এরপর ধোনি হার্দিক পাণ্ডিয়াকে সঙ্গ দেন আর তার সঙ্গে ছবি তোলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন ধোনি
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ দলে জায়গা দেওয়া হয়নি। যার পর তারাকা এই সিদ্ধান্তকে ভুল বলে সমালোচনা করেছিলেন। এখন সকলের আশা রয়েছে যে ধোনির ওয়ানডে দলে প্রত্যাবর্তন হবে। এটাও অনুমান করা হচ্ছে যে ধোনি ২০১৯ বিশ্বকাপের পরেই অবসর নিয়ে ফেলবেন।