অবসরে যাওয়ার আগে যে পাঁচটি রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি 1
Getty Images

টিম ইন্ডিয়ার সাথে মহেন্দ্র সিং ধোনি যোগ দেওয়ার পর থেকেই ছিলেন অপ্রতিরুদ্ধ। ২০০৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই গড়ে গেছেন একের পর এক রেকর্ড। তাঁর নেতৃতেই ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে অংশগ্রহণ করে ভারত।

২০১৯ বিশ্বকাপ খেলে অবসরে যাওয়ার আগে ভারতের হয়ে ধোনি খেলতে পারেন ৩৩টি ওয়ানডে ও ১১টি টি-২০ ম্যাচ।

অবসরের আগে যেসব রেকর্ড ভেঙে ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখাতে পারেন এই সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাই এবার দেখে নেওয়া যাক।

 

১. উইকেটরক্ষক হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসাল করা

অবসরে যাওয়ার আগে যে পাঁচটি রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি 2

একজন উইকেটরক্ষক হিসেবে সফলতার মাপকাঠি দেখতে গেলে অবশ্যই বিচার করতে হয় তিনি কি পরিমাণে ডিসমিসাল করতে পেরেছেন। বর্তমানে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক রয়েছেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। ৩৩৩ ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় থাকা সাঙ্গাকারা ৩৮৩টি ক্যাচ ও ৯৯টি স্ট্যাম্পিংয়ের সাহায্যে ৪৮২টি ডিসমিসাল করেছেন।

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি তাঁর ১৪ বছরের ক্যারিয়ারে ৩০৫টি ক্যাচ ও ১০৯টি স্ট্যাম্পিংয়ের সাহায্যে ডিসমিসাল করেছেন ৪১৪টি। আর মাত্র ৬৯টি ডিসমিসাল করতে পারলেই এই তালিকায় সবার উপরে উঠে যাবেন ভারতের সর্বকালের সেরা এই উইকেটরক্ষক।

২. ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড

অবসরে যাওয়ার আগে যে পাঁচটি রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি 3

উইকেটরক্ষক হিসেবে ক্যাচ নেওয়ার ক্ষেত্রে সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ান গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট। ২৮১ ইনিংসে ৪১৭ বার বল তালুবন্দী করেছেন গিলক্রিস্ট। অন্যদিকে তালিকার দুইয়ে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বচার। তিনি নিয়েছেন ৪০২টি ক্যাচ। তিনে অবস্থান করা লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা নিয়েছেন ৩৮৩টি ক্যাচ। ধোনি অবশ্য ৩০৫টি ক্যাচ নিয়ে তালিকার চারে রয়েছেন। আরও ১১৩টি ক্যাচ নিলে তালিকায় সবার উপরে চলে যাবেন ধোনি।

৩. সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটার

অবসরে যাওয়ার আগে যে পাঁচটি রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি 4

ক্যাপ্টেন কুল ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন বহু বছর ধরেই। শুধু ঘরোয়া আসরেই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও সংক্ষিপ্ত ফরম্যাটে সমান জনপ্রিয় ধোনি। এই ফরম্যাটে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের শোয়েব মালিকের। মালিক খেলেছেন ১০৩টি ম্যাচ। অন্যদিকে আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদি ৯৯টি ম্যাচ খেলে অবসরে যাওয়াতে ধোনির আগে রয়েছেন কেবল শোয়েব মালিক। তাই মালিককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনির সামনে।

৪. উইকেটরক্ষক হিসেবে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড

অবসরে যাওয়ার আগে যে পাঁচটি রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি 5

উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি বর্তমানে রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ঝুলিতে। লঙ্কান এই ক্রিকেটার গ্লাভস হাতে একদিনের ক্রিকেটে খেলেছেন ৩৬০টি ম্যাচ।

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি এই ফরম্যাটে উইকেটরক্ষক হিসেবে খেলেছেন ৩২৪টি ম্যাচ। আর মাত্র ৩৭টি একদিনের ম্যাচ খেলতে পারলে তাই সাঙ্গাকারাকে ছাড়িয়ে যেতে পারেন ধোনি।

৫. ওয়ানডে ফরম্যাটে পঞ্চাশেরও বেশি গড়ে ১০০০০ এর বেশি রান করা একমাত্র ক্রিকেটার

অবসরে যাওয়ার আগে যে পাঁচটি রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি 6
Getty Images

ওয়ানডে ফরম্যাটে ১০০০০ এর বেশি রান করা ক্রিকেটারের সংখ্যা মাত্র ১২ জন। সম্প্রতি এই তালিকায় নিজের নাম লিখিয়েছেন ভারতের জার্সি গায়ে তিন কাঠির পেছনে দাঁড়ানো মহেন্দ্র সিং ধোনি। একদিনের ক্রিকেটে ২৭৬ ইনিংস ব্যাট ব্যাট করে ধোনি করেছেন ১০০৭৯ রান। ৭৮ ইনিংসে অপরাজিত থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের গড় ৫০.৯০।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *