ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি জয়পুরে লেন্সবন্দী হলেন সম্পূর্ণ অন্য এক রুপে। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের ছিটকে যাওয়ার পর থেকে ক্রিকেটে থেকে খানিকটা দুরে রয়েছেন ধোনি।ম্যাচে অর্ধশতরান করলেও তাকে পড়তে হয়েছিলো ঋতিমতো সমালোচনায়।এরপর সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরে খেলতে দেখা যায়নি, এইসময় দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। ক্রিকেটে পাশাপাশি কেরিয়ারের শুরু থেকে একাধিক হেয়ারস্টাইলে পাওয়া গেছে ধোনিকে।শুরুটা সেই ২০০৪ সালে তার সেই লম্বা চুলের লুকসের মধ্যে দিয়ে। ২০০৮ সালে লম্বা চুলকে বিদায় জানিয়ে অবতীর্ণ হন ” মোহাক ” স্টাইলে। ২০১১ এর বিশ্বকাপের পর কামিয়ে ফেলেন মাথার সব চুল।
এবার সম্প্রতি জয়পুর এয়ারপোর্টে একেবারে অন্যরুপে ধরা দিলেন এই তারকা ক্রিকেটার।শনিবার জয়পুর এয়ারপোর্টে ধোনির ভক্তের সমাগম ছিলো চোখে পড়ার মতো।যদিও নিরাপত্তার তীব্র বেষ্টনী ধোনিকে তার গাড়ি অবধি পৌঁছে দেয়।এদিন ধোনির মাথায় দেখা যায় ” ব্ল্যাক বান্দানা ” ।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধোনিকে তার একটি মহিলা ফ্যান কে সরে দাড়াতে, যাতে সে তার জিনিসগুলোকে সহজে এগিয়ে নিয়ে যেতে পারেন গাড়ির দিকে।এদিন ফের আরেকবার প্রমাণিত হলো দেশের মানুষের তার প্রতি ভালোবাসা একবিন্দু ও কমেনি।
.@msdhoni at Jaipur Airport earlier today.😊
P.S. We simply cannot take our eyes off his CUTEST Smile!😍#Dhoni #MSDhoni #TravelDiary pic.twitter.com/nmS8s1728H
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 24, 2019
ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ধোনি।১৫ দিন কাটিয়েছেন কাশ্মীরের রেজিমেন্টে।সামলেছিলেন তার সান্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদ।দেশের হয়ে প্রায় সব ট্রফি জেতা এই ক্রিকেটার ইতিমধ্যে এসে দাড়িয়েছেন ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে।আগামী ২০২০ তে অস্ট্রেলিয়াতে আয়োজিত চলা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যায় কিনা এখন সেইটাই দেখার।