চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 1

চলতি বছরে আবারও বেশ বড়সড় সূচি রয়েছে ভারতের, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে তারা। আর এবার ঘরে ও বাইরে একাধিক সিরিজ খেলতে হবে ভারতকে। পাশাপাশি রয়েছে এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপও। ফলে এই বছরটি বেশ গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য। দেখে নেওয়া যাক এই বছরে ভারতীয় দলের সূচি।

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 2

ভারতের অস্ট্রেলিয়া সফরচলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 3

চলতি টেস্ট সিরিজে এখনও দুটি টেস্ট বাকি রয়েছে ভারতের। সিডনি এবং ব্রিসবেনে হবে সেই দুটি ম্যাচ।

৭ জানুয়ারি – ১১ জানুয়ারি – সিডনি

১৫ জানুয়ারি – ১৯ জানুয়ারি – ব্রিসবেন

ইংল্যান্ডের ভারত সফর

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 4

বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে আবারও ঘরের মাঠে ক্রিকেট খেলতে নামবে ভারতীয় দল। পাচটি টি২০, চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে এই দুই দল।

৫ ফেব্রুয়ারি – প্রথম টেস্ট (চেন্নাই)

১৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় টেস্ট (চেন্নাই)

২৪ ফেব্রুয়ারি – তৃতীয় টেস্ট (দিন-রাত) (মোতেরা)

৪ মার্চ – চতুর্থ টেস্ট (মোতেরা)

১২ মার্চ – প্রথম টি২০ (মোতেরা)

১৪ মার্চ – দ্বিতীয় টি২০ (মোতেরা)

১৬ মার্চ – তৃতীয় টি২০ (মোতেরা)

১৮ মার্চ – চতুর্থ টি২০ (মোতেরা)

২০ মার্চ – পঞ্চম টি২০ (মোতেরা)

২৩ মার্চ – প্রথম ওয়ানডে (পুনে)

২৬ মার্চ – দ্বিতীয় ওয়ানডে (পুনে)

২৮ মার্চ – তৃতীয় ওয়ানডে (পুনে)

শ্রীলঙ্কায় ভারতের সফর

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 5

এরপর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। সেখানে তিনটি ওয়ানডে এবং পাচটি টি২০ ম্যাচ খেলবে ভারত।

এশিয়া কাপ

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 6

২০১৯ বিশ্বকাপের পর আবারও এই বহুদেশীয় টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। যেহেতু টি২০ বিশ্বকাপ সামনে, তাই আবারও এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট হবে টি২০ ফর্ম্যাটে।

ভারতের জিম্বাবওয়ে সফর

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 7

এরপর ভারত যাবে জিম্বাবওয়েতে। সেখানে সম্ভবত দ্বিতীয় সারির দল পাঠিয়ে বিশ্বকাপের আগে নিজেদের বেঞ্চের শক্তি দেখবে বিসিসিআই।

ভারতের ইংল্যান্ড সফর

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 8

আগস্ট থেকে সেপ্টেম্বর অবধি ভারত থাকবে ইংল্যান্ডে। এবং সেখানে খেলবে পাচ ম্যাচের টেস্ট সিরিজ।

৪ আগস্ট থেকে ৮ আগস্ট – প্রথম টেস্ট – নটিংহ্যাম

১২ আগস্ট থেকে ১৬ আগস্ট – দ্বিতীয় টেস্ট – লর্ডস

২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট – তৃতীয় টেস্ট – লিডস

২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর – চতুর্থ টেস্ট – ওভাল

১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর – পঞ্চম টেস্ট – ম্যানচেস্টার

দক্ষিণ আফ্রিকার ভারত সফর

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 9

 

ইংল্যান্ড থেকে ফিরে আসার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। আর বিশ্বকাপের আগে এটিই শেষ সিরিজ ভারতের।

টি২০ বিশ্বকাপ ২০২১

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 10

বহু প্রতীক্ষিত টি২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতে। গতবারের সেমি ফাইনালের হার ভুলে এই বছর ট্রফি জিততে চাইবে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের ভারত সফর

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 11

বিশ্বকাপের পর নিউজিল্যান্ডকে নিজেদের দেশে স্বাগত জানাবে ভারত। এখানে এসে দুটি টি২০ এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবেন কেন উইলিয়ামসনরা।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

চলতি বছরে কোন কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, দেখে নিন বছরের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি 12

বছর শেষে অত্যন্ত কঠিন সফরে যাবে ভারত। তিনটি টেস্ট এবং তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *