ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে ঘোরা ফেরা থেকে সবসময়ই বাঁচার চেষ্টা করেন। সেই সঙ্গে কম কথা বলার চেষ্টাও সবসময় করেন। রাহুল ইউ টিউবের একটি চ্যাট শো ‘হোয়াট দ্য ডাক’ এ কথা বলতে গিয়ে জানিয়েছেন, যে হার্দিক পান্ডিয়া সঙ্গে কথা বলতে তার ভয় লাগে, সে সঙ্গে সঙ্গে এটা থেকে বাঁচার প্রয়াস করেন। রাহুল এটাও বলেন, “ হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বাইরে বেরতেও আমার ভয় লাগে”। বিক্রম শাঠের এই টক শোয়ে এই তারকা ব্যাটসম্যান বলেন, “হার্দিক পান্ডিয়ার সঙ্গে আমার ঘুরতে ভয় লাগে।
এক সময় ছিল যখন ম্যাচের আগে আমি, পাণ্ডিয়া এবং উইকেটকীপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক নিজেদের মাথা হালকা করতে এক সঙ্গে ঘুরতে যাওয়া এবং কথা বার্তা বলতাম। কিন্তু পরের দিনই হার্দিক আমরা যা কথা বলতাম সেটা ও সবকিছুই বিরাট কোহলিকে বলে দিত। আমি ভয় পেয়ে যেতাম আর ওকে জিজ্ঞাসা করেছিলাম ও সব কথা অধিনায়ক বিরাটকে কেন বলে? ও জানেই না কখন কাকে কি বলতে হবে”। পাণ্ডিয়া এবং রাহুল এই দুই ক্রিকেটারের মধ্যে যথেষ্ট ভাল বন্ধুত্ব রয়েছে এবং একসঙ্গে ভারতীয় দলের হয়ে তাদের খেলতে দেখা যায়। এবং আগামি দিনেও তারা একই সঙ্গে লম্বা সফরে যাবেন। দুজনেই আগামি দিনে দীর্ঘ সময়ের জন্য ড্রেসিং রুম শেয়ার করবেন আর ভারতীয় দলের হয়ে দুর্দান্ত প্রদর্শন জারি রাখবেন।
দেখে নিন সেই ভিডিয়ো
প্রসঙ্গত এর আগে পান্ডিয়াও এই শো’তে অথিতি হিসেবে এসেছেন এবং অধিনায়ক বিরাট সহ বেশ কিছু নামি ক্রিকেট তারকার ব্যাপারে অনেক মজার কথা শেয়ার করেছেন।