৯. ইংল্যান্ড : জেসন রয়
ইংল্যান্ডের হয়ে রেকর্ডের অধিকারী হলেন বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি কৃতিত্বের অধিকারী হন তিনি।ম্যাচে খেলেন ১৮০ রানের ইনিংস।
এদিন রয় টপকে যান এ্যলেক্স হেলসের তৈরি ১৭১ রানের রেকর্ড কে। মূলত ইনিংসের উপর ভর করে এদিন অসাধ্য সাধন করেছিল ইংল্যান্ড।ম্যাচে পরবর্তী সময়ে জো রুটের সাথে জুটি বেধেঁ যোগ করেন ২২১ রান।যা অজিদের দেওয়া ৩০৮ রানের লক্ষ্য মাত্রা পেরোতে সাহায্য করে তাদের।
তার ১৮০ রানের ইনিংসে আছে ১৬টি চার এবং পাঁচটি ছয়।প্রসঙ্গত, ইংল্যান্ডের একদিবসীয় ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় চতুর্থ স্থানেও আছেন রয়।ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের স্কোর তাকে জায়গা করে দেয় এই তালিকায়।