আজীবন উইলিয়ামসনের কাছে ক্ষমাপ্রার্থী থাকবো ! হঠাৎ কেনো এমন বললেন বেন স্টোকস ? 1

সব কিছু চলছিলো পরিকল্পনা মাফিক, তারপর হঠাৎ করে কেমন যেনো বদলে গেলো সমস্ত সমীকরণ।লর্ডসে এবারের বিশ্বকাপের ফাইনাল।বিশ্বকাপের স্বাদ পেতে শেষ তিন বলে ইংল্যান্ডের প্রয়োজন নয় রান।ঠিক এমন একটি সময় গুপ্টিলের একটি থ্রো স্টোকসের হাত ছুঁয়ে পৌঁছে যায় বাউন্ডারি লাইনে।ফলত, যেক্ষেত্রে ইংল্যান্ডের প্রাপ্য ছিলো দুই রান, তা বদলে গিয়ে হলো ছয়।এক্ষেত্রে সর্বাঙ্গিক ভাবে বদলে গেলো পুরো খেলাটাই।

এযাবৎ বিশ্বকাপের সবচেয়ে রোমান্চকর ফাইনাল মনে করছে সকলে এটিকেই।শেষ ওভারে টেন্ট বোল্টের একটি ডেলিভারি কে ডিপে পাঠান স্টোকস।এরপর মার্টিন গুপ্টিলের করা থ্রো এসে ছোয় স্টোকসের ব‍্যাট কারণ সেই সময় দুই রান নেওয়ার তাগিদে ডাইভ মেরেছেন স্টোকস।যা তার ব‍্যাট ছুঁয়ে পৌঁছে যায় বাউন্ডারি লাইনে।

আজীবন উইলিয়ামসনের কাছে ক্ষমাপ্রার্থী থাকবো ! হঠাৎ কেনো এমন বললেন বেন স্টোকস ? 2

পরবর্তী সময়ে এই রানটি এবারের বিশ্বকাপ ফাইনাল টিকে পৌঁছে দেয় সুপার ওভারে।এরপর বাকিটা ইতিহাস।বিশ্ব ক্রিকেট পেয়ে গেলো তার নতুন চ‍্যাম্পিয়ান কে।অবশেষে ঘরের মাঠে লর্ডসের ঐতিহাসিক ব‍্যালকনিতে বিশ্বসেরার তাজ পড়লো ইংল্যান্ড।

এদিন নিউজিল্যান্ডের দেওয়া ২৪২ রান চেজ করতে গিয়ে দুরন্ত খেলেন বেন স্টোকস।করেন ৮৪ রান।এদিন ম‍্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুপ্টিলের থ্রো যা এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজীবন উইলিয়ামসনের কাছে ক্ষমাপ্রার্থী থাকবো ! হঠাৎ কেনো এমন বললেন বেন স্টোকস ? 3

এদিন ম‍্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বেন স্টোকস জানান তিনি ইচ্ছে করে এমনটা করেননি,এমন গোটা ঘটনার জন্য তিনি আজীবন ক্ষমা প্রার্থী হয়ে থাকবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

” আমি কেন কে জানিয়েছি এই বিষয়টির জন্য আমি আজীবন ওর কাছে ক্ষমাপ্রার্থী থাকবো।আমি এমনটা কখনও করতে চাইনি।বলটাই আমার ব‍্যাটে এসে এরকম ভাবে লেগেছিলো।আমি ক্ষমা চাইছি কেনের কাছে । ” । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন বেন স্টোকস।

সুপার ওভারে স্টোকস এবং বাটলার ইংল্যান্ড কে পৌঁছে দেয় ১৫ রানে‌।এমনকি সেই লক্ষ‍্যমাত্রা ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড।কিন্তু ম‍্যাচে বাউন্ডারি মারার বিচারে শেষ অবধি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *