Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

বিশেষ প্রতিবেদন: নজরে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। আর সেটাকে মাথায় রেখেই দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে ভারতীয় দল। শেষ দুটো বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার নতুন অধিনায়ক, অর্থাৎ বিরাট কোহলির তত্ত্বাবধানে বিশ্বকাপে নামবে ভারত। সেই সঙ্গে থাকছেন নয়া কোচ রবি শাস্ত্রীও। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তোলেন। আর ইংল্যান্ডের মাটিতেই হতে চলা ২০১৯ বিশ্বকাপে আরও একটি ধাপ এগিয়ে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার ব্যাপারে বদ্ধপরিকর ভারত অধিনায়ক।

বিশ্বকাপের আসরে কিছুটা হলেও চাপে থাকবেন কোচ রবি শাস্ত্রী। সাফল্যের মধ্যে থাকা অনিল কুম্বলে সরে যাওয়ার পর তাঁকে ভারতীয় কোচের হট সিটে বসানো হয়েছে। তাই অধিনায়কের মতোই আগামী বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী দল গড়তে চাইছেন তিনি। বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, বিশ্বকাপের জন্য দল গড়ার ব্যাপারে এখনই মন দিক বিরাট-শাস্ত্রী। আর সেক্ষেত্রে দলে বেশ কিছু নতুন ক্রিকেটার জায়গা করে নেওয়ার পাশাপাশি বাদ পড়তে পারে বেশ কিছু পরিচিত অভিজ্ঞ মুখ।

এবার দেখে নেওয়া যাক কোন চারজন ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা নাও পেতে পারেন:

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse
 • SHARE

  আরও পড়ুন

  কে কি বললেন: বিরাটের সেঞ্চুরি দেখে সমালোচকেরাও হলেন ফ্যান, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে মানাল উৎসব

  কে কি বললেন: বিরাটের সেঞ্চুরি দেখে সমালোচকেরাও হলেন ফ্যান, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে মানাল উৎসব
  ভারত আর ইংল্যান্ডের মধ্যে আজ তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট...

  ইংল্যান্ড বনাম ভারত লাইভ : ৩০ রান করতেই বিরাট কোহলি রচনা করলেন ইতিহাস, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন ভারত অধিনায়ক

  ইংল্যান্ড বনাম ভারত লাইভ : ৩০ রান করতেই বিরাট কোহলি রচনা করলেন ইতিহাস, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন ভারত অধিনায়ক
  টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নিজেদের কব্জা মজবুত করে ফেলেছে। দু’দলের মধ্যে ন্যাটিংহ্যামের ট্রেন্টব্রিজে তৃতীয় দিনের...

  ইংরেজদের উপর বিপদ হয়ে ঝাঁপিয়ে পড়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে এটা কি বললেন পাকিস্থানের ভারতীয় বৌদি !!

  ইংরেজদের উপর বিপদ হয়ে ঝাঁপিয়ে পড়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে এটা কি বললেন পাকিস্থানের ভারতীয় বৌদি !!
  হার্দিক পান্ডিয়া ন্যাটিংহ্যামে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম বার এই ইনিংসে পাঁচ উইকেট হাসিল করেছেন। ন্যাটিংহ্যামে ইংল্যান্ডের প্রথম...

  ভারত বনাম ইংল্যান্ড: তৃতীয় টেস্ট চলাকালীণ আহত হয়ে মাঠের বাইরে গেলেই ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার, ভারতের ম্যাচ জেতা নিশ্চিত

  ভারত বনাম ইংল্যান্ড: তৃতীয় টেস্ট চলাকালীণ আহত হয়ে মাঠের বাইরে গেলেই ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার, ভারতের ম্যাচ জেতা নিশ্চিত
  ন্যাটিংহ্যাম টেস্টেরতৃতীয় দিন ভারতীয় দল তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে ফেলেছে। আগের দিনের...

  ভারত বনাম ইংল্যান্ড: ভারতের সামনে অসহায় দেখাল ইংরেজদের, প্রথম সেশনেই হাতের বাইরে চলে গেল ম্যাচ

  ভারত বনাম ইংল্যান্ড: ভারতের সামনে অসহায় দেখাল ইংরেজদের, প্রথম সেশনেই হাতের বাইরে চলে গেল ম্যাচ
  ভারতীয় দিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ ট্রেন্টব্রিজে খেলছে। গত ১৮ আগস্ট শুরু হওয়ার...