ধোনিকে অবস‍র না নেওয়ায় পরামর্শ দিলেন লতা মাঙ্গেশকর ! 1

ইতিমধ্যে চারপাশ জুড়ে জোড়ালো হয়ে উঠেছে এম এস ধোনির অবসর নেওয়ার সম্ভাবনা।সেই খবর শুনতে পেয়ে টুইট করলেন কিংবদন্তী সংগীত শিল্পী লতা মাঙ্গেশকর। ভারতের ক্রিকেটে রাঁচির এই তারকা ক্রিকেটারের অবদান কখনও ভোলার নয়।অধিনায়ক থাকা কালীন দেশকে এনে দিয়েছে একাধিক সাফল্য।শুধুমাত্র তাই নয় দলের উঠতি ক্রিকেটারদের কাছে তার পরামর্শ অতীত গুরুত্বপূর্ণ।এদিন সেমিফাইনালে তার ৭২ বলে ৫০ রানের ইনিংস দেশকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও একেবারে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় ভারতের।

ধোনিকে অবস‍র না নেওয়ায় পরামর্শ দিলেন লতা মাঙ্গেশকর ! 2

এবারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি।আট ইনিংসে তার রান সংখ্যা ২৭৩ ।সদ‍্য ৩৮ এ পা দিয়েছিলেন দেশের অন‍্যতম সেরা উইকেট কিপার – ব‍্যাটসম‍্যান।গত ইংল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে তীব্র সমালোচিত হয়েছিলেন তিনি তার ৪২ বলে ৩১ রানের মন্থর ইনিংসের জন্য ।

এবারের বিশ্বকাপে দুটো অর্ধশতরানের ইনিংস আছে তার নামে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৬১ বলে ৫৬ রানের ইনিংস।একসময় তার মন্থর ইনিংসের জন্য সমালোচিত হতে হয়েছিল তাকে, ঠিক তখন অন‍্যদিকে তার পাশে দাড়িয়েছিলেন বিরাট কোহলি।এখনও তার গুরুত্ব যে অনেকটাই , এমনই জানিয়েছিলেন বর্তমান ভারত অধিনায়ক ।

ধোনিকে অবস‍র না নেওয়ায় পরামর্শ দিলেন লতা মাঙ্গেশকর ! 3

ঠিক এমন একটি সময়, যখন সকলে মনে করছেন অবসর নেওয়ার একেবারে কাছাকাছি পৌছে গেছে মাহি, ঠিক তখন তাকে খেলা না ছাড়ার পরামর্শ দিয়েছেন লতা।ধোনিকে এখনই এমন চিন্তা ভাবনা না করার পরামর্শ দিয়েছেন তিনি।

টুইট লতাজি, লিখেছিলেন “নমস্কার এম এস ধোনি, আজ কাল শুনছি আপনি অবসর নিতে চলেছেন। দয়া করে এমনটা করবেন না। দেশকে এখনও আপনার প্রয়োজন আছে।তাই আমি মনে করি এখনই আপনি কোনরকম অবসরের চিন্তা ভাবনা মাথায় আনবেন না।” স্বাভাবিক ভাবেই ভারতের অন‍্যতম সেরা সংগীত শিল্পীর এমন টুইট পরবর্তী সময়ে মুহূর্তে হয় ভাইরাল।যদিও এখনো এবিষয়ে কিছু মন্তব্য করতে দেখা যায়নি ধোনিকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *