কিংস ইলেভেন পাঞ্জাবের বড়ো ধাক্কা, ২ মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন এই খেলোয়াড়
New Delhi: Kings XI Punjab's Hardus Viljoen celebrates fall of Shikhar Dhawan's wicket during the 37th match of IPL 2019 between Kings XI Punjab and Delhi Capitals at Feroz Shah Kotla in New Delhi, on April 20, 2019. (Photo: Surjeet Yadav/IANS)

প্রথম ম্যাচে বড়সড় বিতর্কের মাঝে সুপার ওভারে ম্যাচ হারে কিংস ইলেভেন পাঞ্জাব। মায়াঙ্ক আগরওয়ালের একক লড়াই সত্ত্বেও জেতা ম্যাচকে হাতের মুঠোয় আনতে পারেনি পাঞ্জাব। যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরতে মরিয়া কে এল রাহুল অ্যান্ড কোম্পানি। এক নজরে দেখে নেওয়া যাক কিংস ইলেভেনের সম্ভাব্য একাদশ।

KXIP Team 2020 Players List, Squad: IPL 2020 Kings Eleven Punjab Players List, Full Squad, New Players

১. কে এল রাহুল

IPL 2020: KL Rahul's T20 genius can be the inspiration that Kings XI Punjab desperately needed - Sports News

ওপেনিংয়ে একই কম্বিনেশন বজায় রাখতে চাইছে কিংস ইলেভেন ম্যানেজমেন্ট। যার ফলে এই ম্যাচেও বসতে চলেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। আবারও ওপেনিংয়ে নামবেন দলের অধিনায়ক কে এল রাহুল।

২. মায়াঙ্ক আগরওয়াল

IPL 2020: Wicket of Mayank Agar-WALL saw KXIP crumble against DC

দিল্লির বিরুদ্ধে দুরন্ত ৮৯ রান করেও পাঞ্জাবকে ম্যাচ জেতাতে পারেননি ভারতীয় টেস্ট দলের ওপেনার। তবে আরসিবির সাথে ম্যাচ উইনিং ইনিংস খেলতে মরিয়া মায়াঙ্ক।

৩. করুন নায়ার

Karun Nair recovers from COVID-19, set to leave for UAE with KXIP squad | Sports News,The Indian Express

টপ অর্ডারে সলিডিটি আনতে আবারও করুন নায়ারকেই রাখতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অফ ফর্মে থাকলেও প্রয়োজনে ধরে খেলার ক্ষমতা রয়েছে করুনের।

৪. নিকোলাস পুরান

Nicholas Pooran celebrates maiden World Cup 2019 berth with IPL fireworks - Sportstar

আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে দুইবার শুন্য করার রেকর্ডধারী নিকোলাস পুরানকে আবারও দলে রাখতে চলেছে পাঞ্জাব। প্রয়োজনে বিধ্বংসী ভূমিকা নিতে পারেন এই ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু ধৈর্য্যের অভাবেই অধিকাংশ সময়ে দলকে বিপদে ফেলেছেন।

৫. গ্লেন ম্যাক্সওয়েল

M32: KKR vs KXIP – Glenn Maxwell 68

পাঞ্জাব দলের এক্স ফ্যাক্টর গ্লেন ম্যাক্সওয়েলকে ফর্মে পেতে চায় ম্যানেজমেন্ট। ব্যাট হাতে শুরু থেকেই চালানোর ক্ষমতা রাখেন এই অসি অলরাউন্ডার। পাশাপাশি নিজের অফস্পিনে গুরুত্বপূর্ণ কিছু ওভার করে নিতে পারেন ম্যাক্সওয়েল।

৬. সরফরাজ খান

IPL 2019 RR vs KXIP: Kings XI Punjab finishes at 184-4 courtesy Chris Gayle and Sarfaraz Khan | Catch News

মিডল অর্ডারে অপশন সেরকম না থাকার দরুণ সরফরাজ খানকেই আবারও সুযোগ দেবে কিংস ইলেভেন পাঞ্জাব। বড় ইনিংস খেলার ধৈর্য সেরকম না থাকলেও প্রয়োজনে ছোট ক্যামিও খেলতে সক্ষম এই ভারতীয় ব্যাটসম্যান।

৭. কৃষ্ণাপ্পা গৌথম

krishnappa gowtham ipl 2020 kxip - The Cricket Lounge

দুর্ধর্ষ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা অবশ্যই একটি বড় যোগদান কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য। গত ম্যাচে মায়াঙ্কের সাথে ভালো পার্টনারশিপ গড়েছিলেন তিনি। ক্যামিও ইনিংস খেলতে তিনি সক্ষম, এছাড়াও বোলিংয়েও তার অফস্পিন অত্যন্ত কার্যকরী।

৮. ক্রিস জর্ডান

Chris Jordan of Kings XI Punjab takes the catch to dismiss Shreyas Iyer captain of Delhi Capitals during match 2 of season 13 of Dream 11 Indian Premier League (IPL) between Delhi

গত ম্যাচে অত্যন্ত বাজেভাবে মার খাওয়ার পরেও ক্রিস জর্ডানকে প্রথম একাদশে রাখা হবে। মূলত ডেথ ওভার স্পেশালিস্ট হলেও মাঝের ওভারে পুরোনো বল দিয়ে বেশ কার্যকরী বোলিং করেন জর্ডান। এছাড়া ব্যাটিংয়েও বেশ ভালো হাত রয়েছে এই ইংরেজ পেসারের।

৯. মহম্মদ শামি

KXIP physio reveals what has kept Mohammad Shami injury-free- The New Indian Express

গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন শামি। কার্যত একাই দিল্লি ক্যাপিটালসের তারকাখচিত টপ অর্ডারকে ভেঙে দিয়েছিলেন বাংলার এই পেসার। ফলে ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও তিনি থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

১০. রবি বিষ্ণোই

KXIP's debutant Ravi Bishnoi gets maiden IPL wicket against DC

নিজের প্রথম আইপিএল ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন এই তরুণ লেগস্পিনার। নিজের স্পিনের ভেলকিতে মাত করে দিয়েছিলেন দিল্লির তারকা ব্যাটসম্যানদের। ফলে ঘুর্নি পিচে রবি বিষ্ণোইকে রাখতে চাইবে ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট।

১১. শেল্ডন কটরেল

IPL 2020: U-19 Sensation Ravi Bishnoi & Sheldon Cottrell Make Debut for KXIP

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বাঁ হাতি পেসার বেশ ভালো বোলিং করেছিলেন গত ম্যাচে। শুরুর দিকের ওভারে অতিরিক্ত গতিসম্পন্ন বোলিংয়ের পাশাপাশি ডেথ ওভারে অত্যন্ত বুদ্ধিদীপ্ত বোলিং করেন কটরেল। ফলে প্রথম একাদশে তার জায়গা পাকা তা বলাই চলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *