হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 1

একের পর এক হারের জেরে এই মুহুর্তে লিগ তালিকার একেবারে নীচে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এবার তাদের সামনে দুর্ধর্ষ ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স। একদিকে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া পাঞ্জাব, অন্যদিকে নিজেদের একাদশ গঠনে তৎপর কে এল রাহুল ও টিম ম্যানেজমেন্ট। দেখে নেওয়া যাক, পাঞ্জাবের সম্ভাব্য একাদশ কি হতে পারে কেকেআর এর বিরুদ্ধে।

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 2

১. কে এল রাহুল

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 3

আইপিএল ২০২০ এর সর্বোচ্চ রান সংগ্রাহক এবং কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল অবশ্যই থাকবেন প্রথম একাদশে। ওপেনিংয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি।

২. ক্রিস গেইল

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 4

হয়ত প্রথমবারের জন্য এই আইপিএল-এ নামতে চলেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার কথা থাকলেও পেটের সমস্যার কারণে তিনি নামেননি। ফলে ফর্মে না থাকা ওয়েস্ট ইন্ডিয়ান পেসার শেল্ডন কটরেলের জায়গায় আসবেন গেইল।

৩. মায়াঙ্ক আগরওয়াল

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 5

ওপেনিংয়ে রাহুলের সাথে বেশ ভালো পারফর্ম করছিলেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু গেইলকে জায়গা করে দিতে তিন নম্বরে নামবেন ভারতীয় টেস্ট দলের এই ওপেনার। এবারের আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে রয়েছেন আগরওয়ালও।

৪. নিকোলাস পুরান

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 6

গত ম্যাচে কার্যত একা পড়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান। হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩৭ বলে ৭৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে আবারও নিজের জাত চিনিয়েছেন এবং দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন পুরান।

৫. প্রভসিমরণ সিং

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 7

পাঞ্জাবের এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান গত ম্যাচে ভালো শুরু দিলেও সেটিকে ধরে রাখতে পারেননি। তবে এই তরুণ প্রতিভাকে আরও সুযোগ দিতে চলেছে কিংস ইলেভেন ম্যানেজমেন্ট।

৬. গ্লেন ম্যাক্সওয়েল

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 8

এই মুহুর্তে ব্যাট হাতে খুব একটা ভালো ফর্মে নেই অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই অলরাউন্ডার। তবে তার বিস্ফোরক ব্যাটিং এবং কার্যকরী অফস্পিনের জন্য দলে রেখে দেওয়া হবে।

৭. মনদীপ সিং

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 9

ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে পাঞ্জাবের এই অভিজ্ঞ টি২০ স্পেশালিস্টকে নিতে চাইবে কিংস ইলেভেন ম্যানেজমেন্ট। শেষের দিকের ওভারগুলিতে প্রয়োজনীয় ক্যামিও খেলতে সক্ষম মনদীপ। পাশাপাশি ২-১ ওভার অফস্পিনও করে দিতে পারবেন তিনি।

৮. মুজিব উর রহমান

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 10

গত ম্যাচে যখন প্রতিটি বোলার মার খাচ্ছিলেন, তখন আফগানিস্তানের তারকা এই অফস্পিনার অত্যন্ত দায়িত্বশীল বোলিং করেছেন। ২০০ রানের ম্যাচে ৯.৭৫ এর রান রেট রেখেছিলেন মুজিব।

৯. মহম্মদ শামি

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 11

ভারতের জাতীয় দলের তারকা এই পেসার অবশ্যই থাকবেন প্রথম একাদশে। গত ম্যাচে সুবিধা করে উঠতে না পারলেও নিজের জাত চিনিয়েছেন এর আগের ম্যাচগুলিতে। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শামি।

১০. রবি বিষ্ণোই

হারের রাস্তা থেকে বেরোতে কলকাতার বিরুদ্ধে কি রণনীতি নিতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ 12

এই মুহুর্তে কিংস ইলেভেন পাঞ্জাবের তুরুপের তাস তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোই। কোচ অনিল কুম্বলের অত্যন্ত পছন্দের এই স্পিনার ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। সাহসিকতার সাথে বোলিং করতে সিদ্ধহস্ত এই তরুণ স্পিনার।

১১. অর্শদীপ সিং

Arshdeep Singh eyes Punjab Ranji Trophy berth | Cricket News - Times of  India

বাঁ হাতি এই তরুণ পেসার গত ম্যাচে নিজের অভিষেকে বেশ ভালো বোলিং করেছেন। লাইন ও লেংথ বজায় রেখে উইকেট তুলেছেন তিনি। ফলে তিনিও থাকছেন প্রথম একাদশে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *