মুম্বই: ক্যারিবিয়ান সফরের জন্য আপাতত ভারতীয় কোচের পদে রয়ে যাচ্ছেন অনিল কুম্বলেই। বিসিসিআইয়ের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না ভারপ্রাপ্ত বোর্ড সচিব অমিতাভ চৌধুরীকে চিঠি লিখে নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত স্থগিত রাখতে বলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কুম্বলের মেয়াদ শেষ হয়ে গেলেও, এখনই নতুন কোচ পাচ্ছেন না বিরাট কোহলি’রা।
ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কোচ অনিল কুম্বলের মতপার্থক্যের খবর নিয়ে দেশের ক্রিকেট মহল এখন বেশ সরগরম। বিরাট নিজে নাকি রবি শাস্ত্রীর নাম সুপারিশ করেছেন। তবে কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের প্রশাসক কমিটির অনুমতির পরই নেওয়া হবে। সংবাদমাধ্যমে বোর্ডের অন্যতম বড় কর্তা রাজীব শুক্ল বলেন,
‘সচিবকে অামি চিঠি লিখে কোচ নিয়োগ ২৬ জুন পর্যন্ত স্থগিত রাখতে বলেছি। ওই দিন বোর্ডের সাধারণ সভার বৈঠক ডাকা হবে। ভারত টুর্নামেন্টে খেলছে। তার মধ্যে কোচ নিয়োগের কাজটা চালিয়ে যাওটা ঠিক হবে না।’
বিসিসিআইয়ের অন্য এক কর্তা সেই সুরে সুর মিলিয়ে বলেন,
‘সভাপতি সিকে খান্না মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন নতুন কোচ নিয়োগ করাটা ঠিক হবে না। ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে। ২০ তারিখ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বেড়িয়ে যাবে ভারতীয় দল। হাতে তাই বেশি সময় না থাকার পাশাপাশি এই সময়ের মধ্যে নতুন কোচ দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। তাই কুম্বলের সঙ্গে চুক্তির মেয়াদ একটি সিরিজের জন্য বাড়িয়ে নেওয়াটাই ঠিক কাজ।’
ভারতীয় দলের কোচ হওয়ার জন্য অবেদনপত্র জমা দিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ, টম মুডি, রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত, ডোডা গনেশ’রা। তবে বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শদাতা কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিভিএস লক্ষ্মণ চান, কুম্বলেই হেড কোচ হিসেবে থাকুন। উল্লেখ্য, সৌরভদের কমিটিই টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর জায়গায় কুম্বলেকে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল। এবারও ভারতীয় দলের কোচের দায়িত্বে কে অাসবেন, তা ঠিক করে দেবেন দেশের এই তিন প্রাক্তন ক্রিকেটার। শোনা যাচ্ছে, নতুন কোচ নির্বাচনের ক্ষেত্রে পরামর্শদাতা বোর্ডের কমিটিকে সাহায্য করবেন সিইও রাহুল জোহরি।