সম্প্রতিই আইপিএল ১২ চলাকালীন চায়নাম্যান কুলদীপ যাদবের যথেষ্ট নিরাশাজনক প্রদর্শন দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুলদীপ যাদব আরো একবার নিজের ছন্দ হাসিল করে নিয়েছেন আর তাকে দুর্দান্ত বোলিং করতে দেখা গেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুলদীপ যাদব না শুধু এক উইকেট হাসিল করেছেন বরং যজুবেন্দ্র চহেলের সঙ্গে মিলে আফ্রিকান ব্যাটসম্যানদের কড়া পরীক্ষাও নিয়েছিলেন।
কি শিখলেন চহেলের কাছে
কুলদীপ আর চহেল দুই বোলার মিলেই পা৬চ উইকেট নিজেদের ঝুলিতে পুরেছেন আর দলের জয়ে একটি বড়ো যোগদান দিয়েছেন। সম্প্রতিই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের পর যখন কুলদীপের কাছে প্রশ্ন করা যে আপনি যজুবেন্দ্র চহেলের বোলিং থেকে কি শিখলেন তো কুলদীপ যাদব সাংবাদিকদের জবাব দিয়ে বলেন,
“ও আমার চেয়ে বেশি অভিজ্ঞ। ও ভাল করেই জেনে যায় যে একজন ব্যাটসম্যানকে কিভাবে বোলিং করা যায় আর আমার ওর কাছে এটা শেখার প্রয়োজন। বল আমার হাত থেকে যেভাবে বেরচ্ছে, তাতে আমি ভাল অনুভব করছি। আমি আর চহেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রণনীতির হিসেবে বোলিং করতে সফল থেকেছি। আমাদের দুজনে মাঝের ওভারে রানের গতিতে লাগাম লাগিয়েছি আর উইকেট নিতেও সক্ষম হয়েছি”।
ছেলেবেলার কোচ করিয়েছেন প্র্যাকটিস
আইপিএল ১২ চলাকালীন কুলদীপ যাদব ৯টি ম্যাচে স্রেফ চারটে উইকেট নিজের নামে করেছিলেন আর টুর্নামেন্টে যথেষ্ট খারাপ বোলিংও করেছিলেন। আইপিএলে ফ্লপ হওয়ার পর কুলদীপ যাদব নিজের ছেলেবেলার কোচ কপিল দেব পাণ্ডের সঙ্গে প্র্যাকটিস করেছেন। কুলদীপ আগে বলেন,
“টি-২০ আর একদিনের ম্যাচ একদম আলাদা। আইপিএল শেষ হওয়ার পর আমি নিজের কোচের কাছে যাই আর দশদিন পর্যন্ত ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেছি। সেই সময় আমি নিজের সমস্যাগুলোকেদূর করেছি। আমার নিজের বেসিকে আসার প্রয়োজন ছিল”।
২৪ বছর বয়েসী কুলদীপ যাদব এখনো পর্যন্ত ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আর সেই সময় তিনি ৮৮টি উইকেট নিতে সফল হয়েছেন। বিশ্বকাপে কুলদীপ যাদবের কাছে না শুধু দেশবাসীর বরং দলের ম্যানেজমেন্টেরও যথেষ্ট আশা রয়েছে।