পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সফরে দ্বিতীয় একদিবসীয় ম্যাচে কেরিয়ারের ৪২ তম শতরানটি করেছিলেন বিরাট কোহলি। এরপর টুইটে ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর জানান কেরিয়ার শেষে ভারতের বর্তমান অধিনায়কের নামের পাশে থাকবে ৭৫ থেকে ৮০ টি একদিবসীয় ওয়ানডে সেন্চুরি।ভারতের হয়ে ৩১ টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করা ওয়াসিম টুইটে লেখেন, ” ১১ ইনিংস বাদে ফের স্বাভাবিক ছন্দে কোহলি,আরও একটি আন্তর্জাতিক শতরান।আমার ধারণা ও ৭৫ থেকে ৮০ টি একদিবসীয় শতরান করবে ” ।
একসময় বীরেন্দ্র শেহওয়াগ এবং দীনেশ কার্তিকের সাথে দেশের হয়ে ওপেনিং করা জাফর ভারতের অন্যতম সফল একজন টেস্ট ওপেনার।দেশের হয়ে খেলেছেন ৩১ টি টেস্ট ম্যাচ, এক্ষেত্রে তার আছে দুটো দ্বিশতরান,পাঁচটি শতরান এবং ১১ টি অর্ধশতরানের ইনিংস।ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ৩৪.১১ গড়ে ১,৯৪৪ রান করেছেন ওয়াসিম।
দীর্ঘ পাঁচ মাস শতরান অধরা ছিলো কোহলির। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেরিয়ারের ৪২ তম শতরানটি করে ফেললেন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই ছিলো আট নম্বর শতরান।মাত্র ১১১ বলে শতরান করেন তিনি।মার্চ মাসের পর ফের শতরান করলেন তিনি।
এই ম্যাচেই ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিবসীয় ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা পেলেন কোহলি।ডান হাতি এই ব্যাটসম্যান এদিন টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।প্রাক্তন ভারতীয় অধিনায়কের স্কোর ছিলো ১১,৩৬৩ ।এই রান করতে গাঙ্গুলীর সময় লেগেছিলো ৩১১ ম্যাচ, যেখানে ২৩৮ ম্যাচেই তাকে টপকে গেলেন কোহলি।প্রসঙ্গত, সার্বিক ভাবে তালিকায় এই মুহূর্তে আট নম্বর স্থানে রয়েছেন কোহলি।
Normal services resumes after a break of 11 innings!!
i.e. another international 💯 for Virat Kohli 👏🏽
My prediction is he will get 75-80 ODI 💯's 🤞🏽🤐#KingKohli— Wasim Jaffer (@WasimJaffer14) August 12, 2019
অন্যদিকে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবাদে চলতি একদিবসীয় সিরিজে ১ – ০ তে এগিয়ে গেলো ভারত।সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে।আগামী বুধবার শেষ ওয়ানডে ম্যাচে হোল্ডারদের মুখোমুখি হতে চলেছে বিরাটরা।জিতলে টি টোয়েন্টি সিরিজের পর একদিবসীয় সিরিজ পকেটস্থ করার সুযোগ থাকছে ভারতের কাছে।