Sachin and virat
Sachin Tendulkar and Virat Kohli

বিরাট কোহলি (Virat Kohli) ও শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় প্রথমের দিকেই থাকবেন দুজনেই। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন শচীন। পাকিস্তানের বিরুদ্ধে তিনি যখন ব্যাট হাতে নামছেন, কোহলি তখন শিশু। তাঁর বেড়ে ওঠার সময়কালে ব্যাট হাতে বাইশ গজে শচীনকে নিজের সাম্রাজ্য বিস্তার করতে দেখেছেন কোহলি। টেলিভিশনের পর্দায় শচীনকে (Sachin Tendulkar) দেখে ক্রিকেটে আগ্রহ জন্মেছিলো একটা গোটা প্রজন্মের। সেই প্রজন্মেরই একজন বিরাট (Virat Kohli)। নিজে যখন ক্রিকেটের ব্যাট হাতে তুলে নিয়েছেন, তখন শচীনকে আদর্শ করেই এগিয়েছেন সামনের দিকে।

নিজের ‘আইডল’-এর সাথে খেলার সুযোগও পেয়েছেন কোহলি। ২০০৮ সালে বছর ১৯-এর তরুণ হিসেবে যখন আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়ায় পা রাখেন, তখন কেরিয়ারের সায়হ্নে এসে দাঁড়িয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’। ২০০৮ থেকে ২০১৩, শচীনের ২৪ বছরের কেরিয়ারের শেষ পাঁচটা বছর তাঁকে সামনে থেকে দেখেছেন কোহলি। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর প্রিয় তারকাকে কাঁধে তুলে নিয়েছিলেন কোহলি (Virat Kohli), রায়নার মত তরুণরা। টেলিভিশন চ্যানেলে বিরাট জানিয়েছিলেন, “উনি দেশের ক্রিকেটকে দীর্ঘ সময় বয়ে নিয়ে এসেছেন। এবার আমাদের উচিৎ ওনাকে কাঁধে তুলে নেওয়া।” ২০১১ সালে কোহলির বয়স ছিলো মাত্র ২২। দেড় দশক পর আজ তিনি নিজেই একজন মহাতারকা। শচীন (Sachin Tendulkar) সম্পর্কে তাঁর মুগ্ধতা এখনও যে একই রকম, তা ফের এক সাক্ষাৎকারে বুঝিয়ে দিলেন তিনি।

Read More: “টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিলো বিরাট…” কিং কোহলিকে নিয়ে রবি শাস্ত্রীর মন্তব্যে হইচই ক্রিকেটদুনিয়ায় !!

‘মাস্টার ব্লাস্টার’ই আদর্শ কিং কোহলির-

Sachin Tendulkar and Virat Kohli | Image: Getty Images
Sachin Tendulkar and Virat Kohli | Image: Getty Images

শচীনের (Sachin Tendulkar) পর কে? ভারতীয় ব্যাটিং নিয়ে এই প্রশ্ন প্রায়শই উঠত একটা সময়। বিরাট কোহলির আগমন সেই প্রশ্নের পাকাপাকি ভাবে উত্তর খুঁজে নিতে সাহায্য করেছিলো দেশের ক্রিকেটজনতাকে। ব্যাট হাতে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই গত দেড় দশক শাসন করেছেন কোহলি (Virat Kohli)। দিল্লীর বিরাট থেকে হয়ে উঠেছেন দেশ তথা বিশ্বের ‘কিং কোহলি।’ ২৬০০০ এর বেশী রান, ৮০ শতরানের মাইলস্টোন ছুঁয়েও এখনও মাটির কাছে রয়েছেন তিনি। যে শচীনকে আদর্শ মেনে ক্রিকেট শুরু করেছিলেন, আজও তাই তাঁকেই দিচ্ছেন দেবতার আসন। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে, ইডেন গার্ডেন্সে এক দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানের বিরুদ্ধে দলকে জিতিয়েছিলেন। দর্শকাসনে থাকা শচীনের দিকে তাকিয়ে মাথানত করে কুর্নিশ করতে দেখা গিয়েছিলো কোহলিকে।

প্রায় একই দৃশ্য দেখা গেলো ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠে খেলেই বেড়ে উঠেছিলেন শচীন (Sachin Tendulkar)। ‘মাস্টার ব্লাস্টার’-এর ঘরের মাঠেই তাঁকে টপকে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ শতরানের রেকর্ড নিজের করে নিলেন বিরাট। সেদিনও গ্যালারিতে ছিলেন শচীন। মাঠেই হাঁটু গেড়ে বসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে দেখা যায় কোহলিকে (Virat Kohli)। উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান শচীন’ও। পরে সোশ্যাল মিডিয়াতেও হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা লেখেন তিনি। শচীন সেরা নাকি কোহলি, দুই প্রজন্মের দুই তারকার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রায়শই বিতর্ক চলে সমর্থকদের মধ্যে। কিন্তু কোহলি নিজে বলছেন যে এগিয়ে শচীনই। ওয়ান এইট কমিউনকে দেওয়া সাক্ষাৎকারে ‘কিং কোহলি’ জানিয়েছেন, “শচীন তেন্ডুলকরই আমার প্রিয় ক্রিকেটার। ওনাকে কেউ টপকে যেতে পারবে না।”

Also Read: IPL 2023: ফলোয়ারের সংখ্যা বাড়াতে এই নক্কারজনক কাজ করছে মুম্বাই ইন্ডিয়ান্স, দেখলে চোখ কপালে উঠবে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *