ধোনিকে অবসর না নেওয়ার অনুরোধ কোহলির ! 1

ইংল্যান্ডে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে ধোনির অবসরকে কেন্দ্র করে।সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।এরপর আরও দৃঢ় হয়েছে তার জল্পনা প্রসঙ্গ। যদিও সূত্রের খবর বিরাট কোহলি মাহিকে অনুরোধ ক‍রেছেন ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপ অবধি অবসর না নিতে। প্রসঙ্গত, আসছে বছর নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে কুড়ি – বিশের বিশ্বকাপ।

আট ইনিংসে ২৭৩, ৪৫.৫০ গড়ে।হ‍্যা এটাই বিশ্বকাপে ধোনির যোগদান ভারতীয় ক্রিকেট দলের হয়ে।এরমধ্যে আছে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি অর্ধশতরানের ইনিংস।যদিও গোটা বিশ্বকাপে মাঝের ওভার গুলোতে মন্থর ব্যাটিং নিয়ে উঠেছিলো প্রশ্ন।

ধোনিকে অবসর না নেওয়ার অনুরোধ কোহলির ! 2

সম্প্রতি জাতীয় দলের মুখ‍্য নির্বাচক এম এস কে প্রসাদ জানিয়েছিলেন এই মুহূর্তে তাদের ভাবনায় আছেন ঋষভ পন্থ।অর্থাৎ ক্রমশ জাতীয় দলে অপ্রাসঙ্গিক হওয়ার পথে মহেন্দ্র সিং ধোনি।যার নেতৃত্বে তিনটি আইসিসি ট্রফি জিতেছে ২০০৭ এর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে যার শুরু।

কোহলির সাথে কথা বলার পর থেকেই নাকি চিন্তা – ভাবনায় বদল এনেছেন ধোনি।এমনটাই এখন শোনা যাচ্ছে।বরাবরই ধোনির পাশে দাড়িয়েছেন ভারত অধিনায়ক।ধোনির এক্সপেরিয়েন্স দলকে সাহায্য করবে বলেই ধারণা তার।এমনটাই জানা গিয়েছে একজন কোহলি ঘনিষ্ঠ সূত্রে।

ধোনিকে অবসর না নেওয়ার অনুরোধ কোহলির ! 3

২০২০ এর বিশ্বকাপের দলের প্রয়োজনে ঢুকে পড়তে পারেন ধোনি।এর পিছনে অন‍্যতম কারণ পন্থকে সুযোগ দেওয়া কালীন যদি কখনও তার চোট লাগে তখন ধোনি ছাড়া দলে কোনও রকম বিকল্প নেই।সেই সময় দলে ঢুকে পড়তেই পারেন ধোনি।এমনটাই জানা গিয়েছে সূত্রের মারফত।

২০০৪ সাল থেকে দেশের হয়ে খেলছেন ধোনি।এখনো অবধি খেলেছেন ৩৫০ টি একদিবসীয় ক্রিকেট ম‍্যাচ , ৯০ টি টেস্ট এবং ৯৮ টা টি টোয়েন্টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *