কোহলি না রোহিত ? আগ্রাসনের বিচারে কাকে এগিয়ে রাখলেন চাহাল ? 1

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে চলা সিরিজে টি টোয়েন্টি এবং ওয়ানডে দলে প্রত‍্যাবর্তন করলেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল।এই দুই স্পিনারের দলে ফেরায় ফের আরেকবার শক্তিশালী হয়ে উঠলো ভারতের স্পিন বোলিং বিভাগ।যা ওয়েস্ট ইন্ডিজের ব‍্যাটসম‍্যানদের অন‍্যতম চিন্তার কারণ হতে চলেছে।

এবছরের ফেব্রুয়ারি মাসের প‍র জাতীয় দলের জার্সি গায়ে চাহালকে টি টোয়েন্টি সিরিজে দেখা গেছিলো নভেম্বর মাসে, বাংলাদেশের বিরুদ্ধে।সেইবার চার উইকেট নিয়েছিলেন তিনি।সেই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাটকে, অধিনায়কের পদে এসেছিলেন রোহিত শর্মা।ম‍্যাচে সঠিক সময়ে চাহালকে ব‍্যবহার করে বাজিমাত করেছিলেন রোহিত।ভারতীয় বোলিং দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার চাহাল সেই সিরিজে ফের আরেকবার নিজেকে প্রমাণ করেছিলেন।

কোহলি না রোহিত ? আগ্রাসনের বিচারে কাকে এগিয়ে রাখলেন চাহাল ? 2

আগামী ৬ ই ডিসেম্বর ঘরের মাঠে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টি টোয়েন্টি ম‍্যাচে খেলতে দেখা যাবে চাহালকে।কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া খেলতে নামতে চলেছে হায়দ্রাবাদে ।

সম্প্রতি স্পোর্টসস্টারের তরফে চাহালের কাছে জানতে চাওয়া হয় কোহলি এবং রোহিতের অধিনায়কত্বের মধ্যে পার্থক্যের বিষয়ে।এবিষয়ে চাহালের বক্তব্য ,দুজনের দৃষ্টিভঙ্গি সমান, দুজনেই বোলারদের সুবিধা দেয় নিজের মতো করে বোলিং করার।শুধু পার্থক্য তাদের আগ্রাসনের।

INDvsWI: কেএল রাহুল নন, বরং এই খেলোয়াড় রোহিত শর্মার সঙ্গে করতে পারেন ইনিংস শুরু

” দুজনের দৃষ্টিভঙ্গি সমান।বরাবর বোলারদের পাশে থাকে।স্বাধীনতা বোলিং এবং নিজের মতো ক‍রে ফিল্ডিং সাজানোর।তাই ওদের দুজনের মধ্যে আমি তেমন পার্থক্য খুঁজে পাইনা।পার্থক্য একটাই, রোহিতের তুলনায় বিরাট খানিকটা বেশি আগ্রাসী।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *