গোটা দল ঋষভ পন্থের উপর ভরসা রাখে।সম্প্রতি এমন মন্তব্যের মধ্যে দিয়ে উদীয়মান তারকা ঋষভ পন্থের পাশে দাড়িয়েছিলেন বিরাট কোহলি।ক্রিকেট অনুরাগীদের উচিত নয় ওর উপর বাড়তি চাপ সৃষ্টি করার।নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন কিছু পরিমাণ দর্শক “ধোনি “র নাম নিয়ে স্লোগান দেয়, যা চাপ সৃষ্টি করেছিলো পন্থের উপর।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পন্থের।ভারতের হয়ে কেরিয়ারটা দারুণ ভাবে শুরু করলেও এইমুহুর্তে একেবারে চেনাছন্দের ধারেকাছে এই তরুণ ক্রিকেটার।ঋতিমতো সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাকে।তার ইনিংসের শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং ভোগাচ্ছে তাকে, তাই এইমুহুর্তে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
একদিকে চোট এবং অন্যদিকে যখন একের পর এক সমালোচনা, ঠিক তখন এমন সময় দলের অধিনায়ককে পাশে পেলেন এই উইকেট কিপার – ব্যাটসম্যান।যা একজন ক্রিকেটারের কাছে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
” আমাদের সবার ঋষভের ক্ষমতার উপর ভরসা আছে।একজন প্লেয়ারের কাজ নিজের সেরাটা দেওয়া,আমাদের দায়িত্ব তাকে সেই সুযোগটা করে দেওয়া।তাকে সাপোর্ট করা।ওর অবশ্যই এখন সাপোর্টের প্রয়োজন।আর এমনটা না হলে তা সত্যিই ওকে অসন্মান করা হবে ।”
” সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোহিত বলেছিল ওকে ( পন্থ ) একা ছেড়ে দেওয়া উচিত এই মুহূর্তে।ও একজন প্রকৃত ম্যাচ উইনার।ছন্দে ফিরলে ওকে এক অন্যরুপে দেখতে পাবে তুমি।ওকে একেবারে অপ্রাসঙ্গিক করে ফেলাটা ঠিক হবে না।আমাদের ওর জন্য কিছু করার আছে ” ।সম্প্রতি এমনটাই মন্তব্য করেছিলেন কোহলি প্রেস কনফারেন্সে।
এইমুহুর্তে একদম চিন্তা মুক্ত হয়ে খেলা উচিত ঋষভের।তাহলে ওর থেকে সেরাটা দেখতে পাবো আমরা।সম্প্রতি কেরিয়ারৈর এক দারুণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পন্থ,যার জেরে ঋতিমতো সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাকে।ঠিক এমন সময় দারুণ কাজ করলেন কোহলি তার কাঁধে হাত রেখে।
বা – হাতি এই ব্যাটসম্যান দেশের হয়ে ১৯ টি টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৫৮ রান ১৯.৮৯ গড়ে।তার কাছে সুযোগ থাকছে সমালোচনার জবাব দেওয়ার যখন ৬ ই ডিসেম্বর হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত।