কোচ নির্বাচনের বিষয়ে কোনও কিছু বলতে পারবেন না কোহলি ! 1

ভারতের পরবর্তী কোচ নির্বাচনের বিষয়ে কোনও কিছু বলতে পারবেন না কোহলি, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই তরফে।প্রসঙ্গত, এর আগের বার রবি শাস্ত্রীকে কোচ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিরাট কোহলি।যদিও সেই সময় কোচের পদে আসার জন্য তেমন কোনও উৎসাহ লক্ষ‍্য করা যায়নি শাস্ত্রীর মধ্যে।একপ্রকার কোহলির ইচ্ছা সেই সময় মেনে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোচের পদ থেকে অনিল কুম্বলের সরে দাড়ানোর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা হয় নতুন কোচ নির্বাচনের খবর।সেই সময় রবি শাস্ত্রীর নাম এগিয়ে থাকে।এবং পরবর্তী সময়ে সি এ সি সদস্য শচীন তেন্ডুলকর এবং অধিনায়ক কোহলির মতে জাতীয় দলের কোচের ভূমিকায় আসেন শাস্ত্রী।

কোচ নির্বাচনের বিষয়ে কোনও কিছু বলতে পারবেন না কোহলি ! 2

সেই সময় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন সি এ সির সাথে কোহলির মিটিংয়ের পর নতুন কোচের নাম জানানো হবে।যদিও তার এমন কথা বলার পরের দিনই ভারতের কোচের পদে আসেন শাস্ত্রী।এমনকি দলের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে আসার বিষয়ে কথা ওঠে রাহুল দ্রাবিড় এবং জাহির খানের।কিন্তু পরবর্তী সময়ে রবি শাস্ত্রী বোলিং কোচের ভূমিকায় নিয়ে আসেন ভারত অরুণ কে এবং ব‍্যাটিং কোচের পদে বহাল থাকে সন্জয় বাঙ্গার‌।

কোচ নির্বাচনের বিষয়ে কোনও কিছু বলতে পারবেন না কোহলি ! 3

এবিষয়ে নতুন করে কিছু বলার নেই যে এখনো ভারতীয় ক্রিকেট দলের কোচের ভূমিকায় প্রথম পছন্দ রবি শাস্ত্রী।কিন্তু এক্ষেত্রে কোনও কিছু বলতে পারবেন না বিরাট। সি এ সি ‘ র তিন সদস্য কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীর হাতে দায়িত্ব থাকছে ভারতের পরবর্তী কোচ নির্বাচনের।এই একই কমিটি গতবছর ডব্লিউ. ভি রমনকে ভারতের মহিলা ক্রিকেট দলের কোচের পদে নিয়োগ করেছিলেন।প্রসঙ্গত, এই কমিটির আগের তিন সদস্য ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়,শচীন তেন্ডুলকর এবং অনিল কুম্বলে।প্রসঙ্গত, ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নতুন কোচ দায়িত্বে থাকতে চলেছে ,আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে থাকছেন রবি শাস্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *