বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার এই পারফরমেন্স শুধু মাঠেই নয়। হ্যান্ডসামের দিকেও মাঠের বাহিরে বাজিমাত আছে তার। অনেকেই তাকে বলে থাকেন তরুণ প্রজন্মের স্টাইলিশ আইকন। আর সেই স্টাইলিশ আইকন ও বিশ্বসেরা ব্যাটসম্যানের কপালে তো আর যেই সেই গার্লফ্রেন্ড থাকবেনা তাইনা?আমরা সবাই জানি বিরাট কোহলির প্রেমিকার নাম জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। দীর্ঘ দিন ধরেই অনুষ্কার সাথে প্রেম করে আসছেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। এবার জেনে নিন মজার তথ্য, অনুষ্কা কে কোহলি একা পছন্দ করেননা, তার আরেক সতীর্থও অনুষ্কা কে পছন্দ অরেন অথচ কোহলি নিজেও জানেননা এই বিষয়, তিনি বলেন আমি ভাবতেও পারিনি আমার সতীর্থ আমার প্রেমিকা কে এত পছন্দ করে। তার এই সতীর্থ হলেন আর কেউ নয়, তিনি হলেন আরেক স্টাইলিশ রবীন্দ্র জাদেজা। তিনি বলেন আমার খুব পছন্দের নায়িকা অনুষ্কা শর্মা, আমি ওকে খুব পছন্দ করি। এই রকম মন্তব্য জানাতে দুইবার ভাবেননি তিনি, এভাবে সহজ ভাষায় সবাইকে জানিয়ে দেন রবীন্দ্র জাদেজা।
মাত্র শেষ হওয়া অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজে দলের বাহিরে ছিলেন, ব্যস্ত সময় কাটানোর ফাঁকে এক সংবাদ সম্মেলনে এভাবেই অনুষ্কা শর্মার কথা বলেন তিনি। তিনি আরো বলেন অনুষ্কার সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে, আমি প্রায় ওর ছবি গুলো দেখি, ও অনেক সুন্দরী অভিনেত্রী। আর অন্যদিকে তার প্রিয় অভিনেতার নাম জানতে চাইলে তিনি জানান, সিরিয়াল কিসার ইমরান হাশমি হলেন তারা প্রিয় অভিনেতা। তার অভিনয় আমার অনেক ভালোলাগে। এবং প্রিয় ছবির নামও বলতে ভুল করেননি তিনি। প্রিয় অভিনেতা ইমরান হাশমি আর প্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা হলেও তার প্রিয় সিনেমা হল শাহরুখ খান ও কাজল অভিনীত “ডিডিএলজে”
পরের প্রশ্ন ছিল, তাঁর প্রিয় ক্রিকেটার কে? জাদেজা জানান, ‘‘আমার প্রিয় ক্রিকেটার হলেন যুবরাজ সিংহ, যিনি ভারতীয় ক্রিকেটে সিক্সার ম্যান। যুবির ব্যাট করার ধরন শৈশব থেকেই ক্রিকেটের প্রতি আমার আকর্ষণ বাড়িয়েছিল। তাই যুবিই সবসময় আমার হৃদয়ে থাকবে স্পেশাল ক্রিকেটার হিসেবে।’’ ইংল্যান্ডের লন্ডন জাদেজার প্রিয় শহর এবং স্পেশ্যাল ডিশ হল পাঞ্জাবি খানা। সংবাদ সম্মেলনে জাদেজা তার সব প্রিয় বিষয় নিয়েই কথা বলেছেন, আর এদিকে কোহলি প্রেমিকার উপর জাদেজার এত মুগ্ধতা দেখেও কিছু বলেননি বিরাট কোহলি, তিনি মজা করে বলেন, আমি নিজেও জানিনা আমার সতীর্থেই আমার বান্ধবী কে এত পছন্দ করে।