প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 1

আজ গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে ওঠার জন্য কেকেআরকে শুধু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলেই চলবে না, অত্যন্ত বড় মার্জিনে জয় পেতে হবে নাইটদের। এই অবস্থায় কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স, দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ।

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 2

১. শুভমন গিল

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 3

ওপেনিংয়ে বেশ ভালো পারফর্ম করলেও তার স্ট্রাইক রেট ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকেই। মাত্র ১১৫ এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই তরুণ ব্যাটসম্যান। তবে ওপেনিংয়ে তিনটি অর্ধশতরানের ইনিংস সহ ৪০৪ রান করে দলে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন গিল।

২. নীতিশ রানা

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 4

গত ম্যাচে ওপেনিংয়ে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত ৮৭ রানের ইনিংস খেলেছিলেন দিল্লির এই তরুণ ব্যাটসম্যান। ওপেনিংয়ে ডান হাতি – বাঁ হাতি কম্বিনেশন বেশ সুবিধার, আর সেই সুবিধাই উপযোগ করতে চাইবে নাইটরা।

৩. রাহুল ত্রিপাঠী

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 5

ওপেনিং থেকে সরে এবার তিন নম্বরে রাহুল ত্রিপাঠীকে আনতে পারে কলকাতা। টপ অর্ডারে বেশ কার্যকরী ইনিংস খেলার ক্ষমতা রাখেন পুনের এই ক্রিকেটার। যদিও ১০ ম্যাচ খেলে স্রেফ ১৯১ রানই করতে পেরেছেন ত্রিপাঠী।

৪. সুনীল নারাইন

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 6

মিডল অর্ডারে স্পিনার ও মিডিয়াম পেসারদের মারার জন্য পিঞ্চ হিটার সুনীল নারাইনকে নামাতে পারে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি বোলিং বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। যদিও এবারের আইপিএল এ বল হাতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি। নয় ম্যাচে মাত্র পাঁচ উইকেট নিয়েছেন নারাইন।

৫. ইয়ন মর্গ্যান 

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 7

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান মিডল অর্ডার তথা এই ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ১৩ ম্যাচে ৩৫০ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৩১ এর কাছাকাছি। এই অবস্থায় তার কাছ থেকে বড় রানের আশা করছেন নাইটরা।

৬. দীনেশ কার্তিক

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 8

অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান কলকাতার মিডল অর্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। এবারের আইপিএল এ কার্যত ব্যর্থ হলেও শেষের দিকের ওভারগুলিতে গুরুত্বপূর্ণ ক্যামিও খেলতে সক্ষম কার্তিক।

৭. রিঙ্কু সিং

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 9

উত্তরপ্রদেশের এই তারকা ক্রিকেটারকে গত ম্যাচে সুযোগ দিলেও খুব একটা উপযোগ করতে পারেননি। এই ম্যাচে তিনি প্রথম একাদশে থাকলেও লোয়ার মিডল অর্ডারে খেলতে হবে তাকে।

৮. প্যাট কামিন্স

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 10

এবারের আইপিএল এ বোলার প্যাট কামিন্সের থেকে ব্যাটসম্যান কামিন্সকে দেখেছে ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএল এ ১২৭ এর স্ট্রাইক রেটে ১৩১ রান করেছেন কামিন্স। এদিকে বোলিংয়ে ওপেনিং স্পেলে বেশ কার্যকরী ভুমিকা নিয়েছেন কামিন্স।

৯. কমলেশ নাগারকোটি

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 11

দুরন্ত এই তরুণ বোলারকে এই ম্যাচেও খেলাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। যদিও এবারের আইপিএল এ মাত্র চারটি উইকেট নিয়েছেন নাগারকোটি। তবে তার দুরন্ত গতিকে কাজে লাগাতে চাইবে নাইটরা।

১০. লকি ফার্গুসন

Looking forward to rub shoulders with Cummins: Lockie Ferguson | Cricket  News - Times of India

নিউজিল্যান্ডের এই তারকা পেসার দলে যোগ দেওয়ার পর থেকে কেকেআর এর বোলিং বিভাগ যেন আরও শক্তিশালী হয়ে উঠেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তার দুরন্ত বোলিং পারফর্মেন্স কিছুটা আশা যুগিয়েছিল। কিন্তু চেন্নাই ম্যাচে অত্যন্ত বাজেভাবে মার খান ফার্গুসন।

১১. বরুণ চক্রবর্তী

প্লে অফে ওঠার ক্ষীণ আশাকে মাথায় রেখে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স 12

এই নাইট রাইডার্স দলের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ১২ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন বরুণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *