এই বছরের আইপিএল এর অন্যতম ফেভারিট হিসেবে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালসের নাম। আজ শারজায় লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রেয়স আইয়ারের দুর্ধর্ষ দলের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজিতে নামতে চলেছে দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স? দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কেকেআর এর সম্ভাব্য একাদশ।
১. শুভমন গিল
সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বেশ ভালো ইনিংস খেলেছেন। ওপেনিংয়ে সলিডিটি আনা ছাড়াও রান রেট বৃদ্ধিতেও যথেষ্ট উপযোগী ভূমিকা রেখেছেন শুভমন গিল।
২. সুনীল নারাইন
শারজার ছোট মাঠে সুনীল নারাইনের পিঞ্চ হিটিং অত্যন্ত উপযোগী হবে। যদিও গত ম্যাচগুলিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, তবুও শারজায় এবার নারাইনের হিটিং অ্যাবিলিটিকে দেখতে চাইবে কেকেআর ম্যানেজমেন্ট। তবে বোলিংয়ে এখনও অত্যন্ত কার্যকরী এই মিস্ট্রি স্পিনার।
৩. নীতিশ রানা
বড় মাঠে ছয় ও চার মারার ক্ষমতা দখলকারী নীতিশ রানা অবশ্যই বড় রান পেতে চাইবেন শারজায়। ব্যাটিংয়ের স্বর্গ হওয়ায় বড় রান পেয়ে নিজের আত্মবিশ্বাস তুঙ্গে রাখতে বদ্ধপরিকর এই তরুণ ব্যাটসম্যান।
৪. ইয়ন মর্গ্যান
চার নম্বরে নেমে মাঝের ওভারে ইনিংস বিল্ড করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবেন ইংরেজ এই বাঁ হাতি ব্যাটসম্যান। এছাড়াও অত্যন্ত আগ্রাসী ভূমিকা নেওয়ার জন্য সুপরিচিত তিনি। ফলে শারজার ছোট বাউন্ডারিকে লক্ষ্য রেখে দুরন্ত ইনিংস খেলতেই পারেন মর্গ্যান।
৫. দীনেশ কার্তিক
এই মুহুর্তে ব্যাটিংয়ে অফ ফর্মে থাকলেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মিডল অর্ডারে অত্যন্ত উপযোগী একজন ব্যাটসম্যান। ইনিংস বিল্ড করা থেকে শুরু করে বড় রানে নিয়ে যাওয়ার মত ক্ষমতা রয়েছে কার্তিকের।
৬. আন্দ্রে রাসেল
শারজার মত ছোট মাঠে আন্দ্রে রাসেলের মত দুর্ধর্ষ ব্যাটসম্যান কতটা ভয়ংকর হতে পারেন দিল্লির বোলারদের জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বোলিংয়েও কিছু ওভার করে নিতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার।
৭. প্যাট কামিন্স
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে ক্যামিও খেলেছিলেন, তাতে কামিন্সের ব্যাটিংয়ে হাত যে যথেষ্ট ভালো, তা ভালোমতই বুঝতে পেরেছেন নাইট ম্যানেজমেন্ট। এছাড়া গত দুই ম্যাচে ওপেনিং স্পেলে আগুনে বোলিং করেছেন ১৬ কোটির এই অসি পেসার। শারজার ছোট মাঠে কিভাবে নিজেকে সামলাতে পারেন কামিন্স, সেটিই দেখার।
৮. কমলেশ নাগারকোটি
দুরন্ত বোলার হলেও ফিল্ডিংয়ের অসাধারণ নজির দেখিয়েছেন গত ম্যাচে। রাজস্থানের বিরুদ্ধে গত ম্যাচে বোলিংয়ে বেশ ধারাবাহিক ছিলেন তরুণ এই ভারতীয় পেসার। ফলে তিনিও যে দলে থাকছেন সে নিয়ে সন্দেহ নেই।
৯. শিবম মাভি
কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই মরশুমে সবথেকে ধারাবাহিক বোলার হিসেবে উঠে দাড়িয়েছেন তিনি। প্রথম ম্যাচ থেকেই নিয়ন্ত্রিত লাইন ও লেংথ এবং উইকেট তুলে নেওয়ার সক্ষমতা থাকায় এই ম্যাচেও তিনি থাকছেন প্রথম একাদশে।
১০. কুলদীপ যাদব
অফ ফর্মে থাকলেও গত ম্যাচে যেন নিজের পুরোনো ফর্মের কিছুটা ঝলক দেখিয়েছেন তারকা এই চায়নাম্যান স্পিনার। শারজার ছোট মাঠে তার বোলিং বৈচিত্র্যকে কাজে লাগাতে চাইবে কেকেআর ম্যানেজমেন্ট।
১১. বরুণ চক্রবর্তী
সারপ্রাইজ প্যাকেজ হিসেবে গত দুই ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন এই মিস্ট্রি স্পিনার। কুলদীপ ও নারাইনের সাথে জুটি বেঁধে মাঝের ওভারগুলিতে প্রয়োজনীয় উইকেট তুলে নিতে পারেন তিনি।