ভারতের তারকা ব্যাটসম্যান দীনেশ কার্তিক সম্প্রতি ইউটিউব চ্যাট শো চ্যাম্পিয়ন উইথ ব্রেকফাস্টে অংশ নিয়েছিলেন। এই ইন্টারভিউতে তিনি বেশ কিছু স্পেশাল কথা বলেন। এই ইন্টারভিউতে তার সঙ্গে ভারতের আরেক তারকা রোহিত শর্মাও ছিলেন। রোহিতের কথায় কার্তিক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে হওয়া একটি ঘটনার কথা জানান। যা শুনে সকলেই অবাক হয়ে যান।
তার সঙ্গে ধাক্কা লেগে গিয়েছিল
দাদার সঙ্গে হওয়া ঘটান নিয়ে বলতে গিয়ে কার্তিক জানান, “ এটা ২০০৪ এর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। আমাদের পাকিস্থানের সঙ্গে ম্যাচ ছিল। এই ম্যাচটি আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। যদি আমরা এই ম্যাচ জিতি তবেই আমরা আগে যেতে পারব।ওই ম্যাচে আমরা মাত্র ২০০ রানেই আউট হয়ে গিয়েছিলাম। সেই সময় পাকিস্থানও ১২০ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল। আমি ইনজামামের আউট হওয়ার পর সবার জন্য ড্রিংকস নিয়ে যাচ্ছিলাম, সেই সময় আমি খুব জোরে দৌড়চ্ছিলাম। আমার সামনে দাদা দাঁড়িয়ে ছিলেন, সেই সময় আমি নিজেকে আটকাবার প্রচুর চেষ্টা করি, কিন্তু আমি থামতে পারি নি আর গিয়ে তাকে ধাক্কা মারি। দাদা রাগে ঘুরে দাঁড়িয়ে দেখেন আর বলেন যে এখন এটা কে, আর কোথা থেকে এদের উঠিয়ে আনা হয়। ওই সময় আমি বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম”।
আমার ভুলে যাওয়ার স্বভাব রয়েছে
অন্যদিকে কার্তিক নিজের একটি বিশেষ স্বভাবের কথা বলতে গিয়ে জানান যে তার ভুলে যাওয়ার স্বভাব রয়েছে। তিনি নিজের নামও ভুলে যান এবং কয়েকবার তো এমনও হয় যে তার সঙ্গে হওয়া ঘটনাও তার মনে থাকে না। আগে বলতে গিয়ে কার্তিক জানান, “ অনেকবার তো যখন আমি কারও সঙ্গে মোলাকাত করি তখন আমাকে মনে করতে হয় যে আমি কি কারণে সেখানে গেছি এবং কি করতে এসেছি। যা ভীষণই খারাপ।
দেখে নিন সেই ভিডিয়ো