ভারতীয় দলের কোচের চ্যাপ্টার শুক্রবার রবি শাস্ত্রীকে আরো একবার প্রধান কোচ নিযুক্ত করার সঙ্গেই শেষ হয়ে গিয়েছে। বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের প্রধান কোচ নিয়ে চলে আসা সাসপেন্সের উপর কপিলদেব অ্যাণ্ড কোম্পানি শেষমেষ শুক্রবার বিরাম লাগিয়ে দিয়েছেন।
কপিলদেব অ্যাণ্ড কোম্পানি রবি শাস্ত্রীকে আরো একবার বানালেন দলের কোচ
সিওএ দ্বারা গঠিত ক্রিকেট পরামর্শদাতা কমিটি শুক্রবার ভারতীয় দলের প্রধান কোচের জন্য রবি শাস্ত্রীর নামের উপর আবারও একবার শিলমোহর লাগিয়ে দিয়েছেন আর তাকে ২০২১এ হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দলের কোচ করা হয়েছে।
সিএসিতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক থাকা কপিলদেবের নেতৃত্বাধীন কমিটিতে অংশুমান গায়কোয়াড় আর শান্তা রঙ্গাস্বামীও মজুত ছিলেন। এই তিন সদস্যের কমিটি রবি শাস্ত্রীর উপরেই আরো একবার প্রধান কোচ হিসেবে ভরসা দেখিয়েছেন।
বিদেশী কোচেরা রেসে থাকা সত্ত্বেও রবি শাস্ত্রীর উপর দেখালেন কপিলদেব ভরসা
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ বাছার দায়িত্ব এবার কপিলদেবের মত মজবুত আর অভিজ্ঞ কাঁধেই দেওয়া হয়েছিল। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব অ্যাণ্ড কোম্পানি কোচ পদের রেসে শর্টলিস্টেড করা ৬টি নামের মধ্যে শেষমেশ আবারো দেশী কোচ রবি শাস্ত্রীর উপরেই ভরসা দেখিয়েছে।
এই রেসে বিদেশী কোচ মাইক হেসন আর টম মুডির মত তারকাদের নামও ছিল। এই দুই বিদেশী কোচের কোচিং রেকর্ডও ভীষণই দুর্দান্ত থেকেছে কিন্তু কপিলদেব অ্যাণ্ড কোম্পানি রবি শাস্ত্রীর নামকেই উপযুক্ত বলে মনে করেছেন।
…তো এই কারণেই কি কপিলদেব বিদেশী কোচে দেখাননি ইন্টারেস্ট
এমনিতেই কোচের রেসে টম মুডির নামও শামিল ছিল। টম মুডির কোচিং কৌশলের ব্যাপারে সকলেই জানেন যে তিনি কতটা সফলতম কোচ থেকেছেন। টম মুডি একজন কোচ হিসেবে যথেষ্ট কামাল দেখিয়েছেন কিন্তু কপিলদেব তাকে উপেক্ষা করে দেন। কপিলদেব একজন দেশী কোচকে আবারও নিযুক্ত করে জানিয়ে দিয়েছেন যে তার বিদেশী কোচ নিয়ে কখনোই পজিটিভ অ্যাটিটিউড দেখাননি। কপিলদেব ভারতীয় দলের হয়ে খেলার সময়ও সবসময়ই বিদেশী কোচের বিরোধ করেছেন আর তার বিদেশী কোচের সঙ্গে বনিবনা হয়না।
এই অবস্থায় কপিলদেব কখনো চাইবেন না যে ভারতীয় দলের কোচিং পদের দায়িত্ব কোনো বিদেশীকে দেওয়া হোক। এই অবস্থায় কপিলদেব দেশী কোচের উপরেই ভরসা দেখিয়েছেন আর প্রমান করে দিয়েছেন যে তার বিদেশী কোচের নীতির উপর অপছন্দ এখনো কায়েম রয়েছে।