খারাপ ব্যাটিংয়ের জের। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে ছেঁটে ফেলা হলো ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি ব্যারিস্টোকে। সূত্রের খবর অনুযায়ী এমন খবরের জন্যে প্রস্তুত ছিলেন না এই তারকা ইংল্যান্ড ব্যাটসম্যান। বছর ২৯ এর এই ইংল্যান্ড ক্রিকেটারকে টেস্ট দলে দেখা যায় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, অন্যদিকে সীমিত ওভারের খেলায় তার ভূমিকা একজন স্পেশালাইজড ব্যাটসম্যান হিসেবে।
এবারের বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে এসেছিলেন জনি।এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।করেছিলেন ৫৩২ রান ১১ ইনিংসে।আছে দুটো শতরান এবং দুটো অর্ধশতরানের ইনিংস।যার জেরে এই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।
ক্রিকেট বিশ্বকাপের ফর্মের প্রতিফলন লক্ষ্য করা যায়নি এ্যসেজে ।১০ ইনিংসে তিনি করেছিলেন ২১৪ রান।গোটা সফর জুড়ে তার ছিলো একটি মাত্র অর্ধশতরানের ইনিংস।
এবারের ফেব্রুয়ারি মাসে টেস্ট ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছিলেন ব্যারিস্টো।এখনো অবধি ১৩ ইনিংস খেলে ২১৬ রান।এমনকি জুলাই মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে আছে দুটো ” ডাক ” ।
গত ২৪ শে সেপটেম্বর, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং টি টোয়েন্টি দল।আগামী ১লা নভেম্বর থেকে ১০ ই নভেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।পরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২১ শে নভেম্বর এবং ৩ রা ডিসেম্বর।যদিও টেস্ট সিরিজ ২০১৯-২১ , বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করেছিলেন তিনি।
টেস্ট দলে না রাখলেও ব্যারিস্টোকে টি টোয়েন্টি দলে রেখেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।এবিষয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান এড স্মিথের বক্তব্য,ব্যারিস্টো কে বিশ্রাম দেওয়া হয়নি,বরং তার এক দুরন্ত কামব্যাকের অপেক্ষায় আছেন এখন তারা।তার মতে জনি একজন অসামান্য প্রতিভাবান ক্রিকেটার।
ইতিমধ্যে এইবিষয়ে ইংল্যান্ডের বিভিন্ন খবরের কাগজে কিছু খবর হয়েছে প্রকাশিত।একটি খবর অনুযায়ী জনিকে টেস্ট দলে না রাখার খবর তাকে ফোনালাপে জানিয়েছেন এড স্মিথ।অন্যদিকে আরেকপক্ষের দাবি এই খবর শুনে হতাশ হওয়ার পাশাপাশি অবাক হয়েছেন জনি।প্রসঙ্গত, গত সপ্তাহে টেস্টের ” সেন্ট্রাল কন্ট্রাক্ট ” পেয়েছেন এই ক্রিকেটার।