আইপিএল ২০১৯এর ফাইনাল ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে এক রানে হেরে যায়। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র ১৪৯ রান করেছিল। জবাবে চেন্নাই দুর্দান্ত শুরু করে কিন্তু মাঝের ওভারে তাদের ইনিংস ধসে পড়ে। শেষ বলে তাদের জয়ের জন্য দু রান দরকার ছিল কিন্তু লাসিথ মালিঙ্গা শার্দূল ঠাকুরের উইকেট তুলে নেন।
রান আউট হয়েছিলেন ধোনি
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মরশুমে দুর্দান্ত ফর্মে ছিলেন। এই ম্যাচেও তার উপর বড়ো দায়িত্ব ছিল। যদিও মিস ফিল্ডে রান নিতে গিয়ে তিনি রান আউট হয়ে যান। ধোনির এই রান আউট নিয়েও বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এক ক্যামেরা থেকে ধোনিকে যেখানে ক্রিজের ভেতরে দেখা গিয়েছে অন্যদকে অন্য অ্যাঙ্গেল থেকে তার ব্যাত বাইরে দেখাচ্ছে। এটা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
জিমি নিশম রাখলেন নিজের পক্ষ
নিউজিল্যাণ্ডের অলরাউন্ডার জিমি নীশম এই বিষয়ে নিজের রায় দিয়েছেন। তার মতে ধোনি রান আউট ছিল। এর সঙ্গেই তিনি ধোনির ভক্তকে ট্রোল করার চেষ্টা করেন। নীশম টুইটে লেখেন,
“আমার ভালবাসা রয়েছে যে আমাদের খেলা নিয়ে কিছু সমর্থক কতটা আবেগী হয়ে যান। আমার মনে এমএসের জন্য অনেক সম্মান রয়েছে কিন্তু কেউ নীচের ছবিটিকে কিভাবে দেখতে পারে আর বলতে পারে যে আউট নয়। এটা নিয়ে আমি বাস্তবে আশ্চর্য নই”।
I love how passionate some fans are about our sport. I have huge respect for MS but how anyone could see the below photo and say it’s not out truly astounds me 😂 pic.twitter.com/Mg9fe5h9I9
— Jimmy Neesham (@JimmyNeesh) May 13, 2019
ম্যাচের দিক বদলে গিয়েছিল
চেন্নাই সুপার কিংস এই ম্যাচে মাত্র ৫জন ব্যাটসম্যান নিয়ে খেলছিল। এছাড়াও তাদের কাছে রবীন্দ্র জাদেজা আর ডোয়েন ব্র্যাভো ছিলেন। তাদের ব্যাটিং নিয়ে ভরসা করা যায় না আর ঠিক তাইই হয়েছে। ধোনির আউট হওয়ার পর ব্যাটিং করতে আসা এই দুজন বিশেষ কিছুই করতে পারেননি।